ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সুধীর বরণ মাঝি;###;শারীরিক শিক্ষা ও ক্রীড়া শিক্ষক, হাইমচর কলেজ, হাইমচর-চাঁদপুর।;###;মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫

অষ্টম শ্রেণির পড়াশোনা বিষয় ॥ বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশিত: ০৩:০৭, ৬ নভেম্বর ২০১৭

অষ্টম শ্রেণির পড়াশোনা বিষয় ॥ বাংলাদেশ ও বিশ্বপরিচয়

(পূর্ব প্রকাশের পর) নবম অধ্যায় প্রস্তুতি-১, বহুনির্বাচনী-৩০ ১৬। জনসংখ্যাকে সম্পদে পরিণত করার উপায়- (র) নারী শিক্ষার প্রসার ঘটানো (রর) প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করা (ররর) তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অগ্রধিকার প্রদান। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রও ররর (গ) র ও রর (ঘ) র, রর ও ররর। ১৭। তথ্য-প্রযুক্তিতে কোন দেশটি খুব এগিয়ে আছে ? (ক) বাংলাদেশ (খ) আমেরিকা (গ) ভারত (ঘ) সিংঙ্গাপুর । ১৮। নিচের কোনটি ঘএঙ-দের কাজের একটি ক্ষেত্র? (ক) জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা (খ) দারিদ্রতা দূরীকরণ (গ) নিরক্ষতা দূরীকরণ (ঘ) চিকিৎসা সেবা নিশ্চিত করণ। ১৯। বাংলাদেশের জনসংখ্যা নীতির মূল লক্ষ্য ও উদ্দেশ্য কয়টি? (ক) ৬টি (খ) ৭টি (গ) ৮টি (ঘ) ৯টি। ২০। জনসংখ্যা বৃদ্ধির বর্তমান হার কমিয়ে আনার জন্য সরকারি উদ্যোগ হচ্ছে- (র) বিনামূল্যে পাঠ্যপুস্তক সরবরাহ (রর) কমিউনিটিভিত্তিক পরিবার পরিকল্পনা সেবা প্রদান (ররর) বিয়ে রেজিস্ট্রেশন। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর। ২১। জনসংখ্যার নীতি বলতে কোনটিকে বোঝায় ? (ক) জনসংখ্যার পুর্নবিন্যাস (খ) জনসংখ্যা বিষয়ে জাতীয় পরিকল্পনা (গ) জনসংখ্যা নিয়ন্ত্রণ (ঘ) জনসংখ্যা হস্তান্তর। ২২। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশে তথ্য-প্রযুক্তি খাতে শতকরা কতভাগ ভারতীয় জনশক্তির উপর নির্ভরশীল? (ক) ২৩ভাগ (খ) ২৪ভাগ (গ) ২৫ভাগ (ঘ) ২৬ভাগ। ২৩। ৭ম শ্রেণির ক্লাসে পপি ম্যাডাম একটি উন্নত দেশ সম্পর্কে আলোচনা করছিলেন। যার প্রতি বর্গ কিলোমিটারে ৩৫জন লোক বাস করে এবং যার মাথাপিছু আয় ৫৫,৮৩৬ মার্কিন ডলার। দেশটির নাম কী ? (ক) রাশিয়া (খ) আমেরিকা (গ) চীন (ঘ) অস্ট্রেলিয়া । ২৪। অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত পলাশ উপবৃত্তিপায় কোন শ্রেণি পর্যন্ত সে এই সুবিধা ভোগ করতে পারবে ? (ক) নবম (খ) দশম (গ) একাদশ (ঘ) দ্বাদশ। ২৫। জাতীয় জনসংখ্যা দিবস পালিত হয় যে তারিখে- (ক) ২ফেব্রুয়ারী (খ) ৩মার্চ (গ) ৮এপ্রিল (ঘ) ১০ডিসেম্বর। ২৬। শিশু মৃত্যুর হ্রাসের ক্ষেত্রে বাংলাদেশ কত সালে জাতিসংঘ পুরস্কার লাভ করে ? (ক) ২০১০সালে (খ) ২০১২সালে (গ) ২০১৪সালে (ঘ) ২০১৫সালে। ২৭। জনসংখ্যা নিয়ন্ত্রণে বেসরকারি উদ্যোগ কোনটি ? (ক) মেয়েদের উপবৃত্তি প্রদান (খ) নিরক্ষতা দূরীকরণ কার্যক্রম (গ) বিভিন্ন ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শন (ঘ) আয় বৃদ্ধিমূলক কর্মসূচী গ্রহণ। ২৮। তথ্য-প্রযুক্তিকে কাজে লাগিয়ে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার ক্ষেত্রে কোন দেশ এগিয়ে ? (ক) বাংলাদেশ (খ) ভারত (গ) ভুটান (ঘ) নেপাল। ২৯। বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে কেন ? (ক) জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য (খ) মাথাপিছু আয় বৃদ্ধির জন্য (গ) স্বাক্ষরতার হার বৃদ্ধির জন্য (ঘ) জনস্বাস্থ্য রক্ষার জন্য। ৩০। বাংলাদেশ সরকার কত সালের মধ্যে সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ ? (ক) ২০১২ (খ) ২০১৩ (গ) ২০১৪ (ঘ) ২০১৫। উত্তর ঃ ১৬(ঘ), ১৭(গ), ১৮(ক), ১৯(খ), ২০(ঘ), ২১(খ), ২২(ক), ২৩(খ), ২৪(ঘ), ২৫(ক), ২৬(ক), ২৭(গ), ২৮(খ), ২৯ (গ),৩০ (ঘ)।
×