ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢাকাকে পরাজিত করে সিলেটের চমক

রংপুরের শুভসূচনা রাজশাহীকে হারিয়ে

প্রকাশিত: ০৮:৩৬, ৫ নভেম্বর ২০১৭

রংপুরের শুভসূচনা রাজশাহীকে হারিয়ে

রুমেল খান ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগ ক্রিকেটের চতুর্থ আসরের পর্দা উঠেছে শনিবার থেকে। এদিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ও রাতের খেলায় রংপুর রাইডার্স নিজেদের প্রথম ম্যাচ জিতে শুভসূচনা করেছে। তারা ৬ উইকেটে হারিয়েছে গত আসরের রানার্সআপ রাজশাহী কিংসকে। এর আগে (বিপিএল) পঞ্চম আসরের প্রথম ম্যাচেই অঘটন ঘটায় এক আসর পর নতুনভাবে আসা সিলেট সিক্সার্স। গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডাইনামাইটসকে ৯ উইকেটে শোচনীয়ভাবে হারিয়ে দিয়েছে আন্ডারডগ দল সিলেট। ঢাকার দেয়া ১৩৭ রানের লক্ষ্যকে এক উইকেট হারিয়েই টপকে যায় তারা। দ্বিতীয় ম্যাচের প্রসঙ্গে আসা যাক। টসে জিতে আগে প্রতিপক্ষকে ব্যাটিং করতে পাঠায় রংপুর। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে রাজশাহী। দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক হন ওয়ানডাউন ব্যাটসম্যান রনি তালুকদার (৩৮ বলে ৪৭ রান)। এছাড়া উল্লেখযোগ্য রান স্কোরার ছিলেন অধিনায়ক ড্যারেন স্যামি (২৯) এবং জেমস ফ্রাঙ্কলিন (*২৬)। রংপুরের বোলারদের মধ্যে নাজমুল ইসলাম এবং লাসিথ মালিঙ্গা ২টি করে উইকেট লাভ করেন। এছাড়া ১টি করে উইকেট পান মাশরাফি মর্তুজা এবং সোহাগ গাজী। জবাবে ব্যাট করতে নেমে রংপুর সাত বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে ১৫৫ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। উইকেটরক্ষক মোহাম্মদ মিঠুন সর্বোচ্চ ৪৬ রান করেন। এছাড়া রবি বোপারা ৩৯ এবং শাহরিয়ার নাফিস ৩৫ রান করেন। রাজশাহীর জেমস ফ্রাঙ্কলিন, কেসরিক উইলিয়ামস, ফরহাদ রেজা এবং মেহেদী হাসান ১টি করে উইকেট লাভ করেন। স্কোর : রাজশাহী কিংস ॥ ২০ ওভারে ৮/১৫৪ (রনি তালুকদার ৪৭, ড্যারেন স্যামি ২৯, জেমস ফ্রাঙ্কলিন ২৬*; নাজমুল ইসলাম ২/২০, লাসিথ মালিঙ্গা ২/৩৪)। রংপুর রাইডার্স ॥ ১৮.৫ ওভারে ৪/১৫৫ (মোহাম্মদ মিঠুন ৪৬, রবি বোপারা ৩৯, শাহরিয়ার নাফিস ৩৫; জেমস ফ্রাঙ্কলিন ১/২৬, কেসরিক উইলিয়ামস ১/৩০, ফরহাদ রেজা ১/৩০, মেহেদী হাসান ১/৩১)। ফল : রংপুর ৬ উইকেটে জয়ী।
×