ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সকল মসজিদ ও উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা আজ

প্রকাশিত: ০৫:৩৫, ৫ নভেম্বর ২০১৭

সকল মসজিদ ও উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা আজ

স্টাফ রিপোর্টার ॥ দেশের মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় আজ রবিবার বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হবে। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের দলিল (ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ) হিসেবে স্বীকৃতি পাওয়ায় আওয়ামী লীগ ঘোষিত সাত দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশে এ বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) কর্তৃক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি পাওয়া উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচীর অংশ হিসেবে শনিবার সারাদেশের গ্রামে-গঞ্জে, শহর-বন্দরে, পাড়া-মহল্লায় বাজানো হয়েছে জাতির জনকের ৭ মার্চের সেই বজ্রনির্ঘোষ ভাষণটি। আওয়ামী লীগের উদ্যোগে সারাদেশেই এই কর্মসূচী পালন করা হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচী দেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পালনের জন্য দলের সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ সর্বস্তরের জনগণের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন।
×