ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তরুণদের জঙ্গীবাদ থেকে সঠিক পথে আনতে সংস্কৃতি চর্চার বিকল্প নেই ॥ নূর

প্রকাশিত: ০৫:৩২, ৫ নভেম্বর ২০১৭

তরুণদের জঙ্গীবাদ থেকে সঠিক পথে আনতে সংস্কৃতি চর্চার বিকল্প নেই ॥ নূর

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ৪ নবেম্বর ॥ ‘সন্ত্রাসের বিহ্বলতা নিজেরে অপমান, সঙ্কটের কল্পনাতে হোয়ো না ম্রিয়মাণ, মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়’- রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাণীকে ধারণ করে জয়পুরহাটের পাঁচবিবিতে উত্তরবঙ্গের প্রথম সাংস্কৃতিক উৎসব শনিবার শুরু হয়েছে। তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করে মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ২০০৪ সালে উত্তরবঙ্গের এক জেলায় ক্ষুধা সইতে না পেরে নবকান্ত রায় নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছিল। অভাব তখন মানুষের নিত্যসঙ্গী ছিল। তখন উত্তরবঙ্গে মঙ্গার ধ্বনি ছিল সার্বক্ষণিক বিষয়। অথচ এ কয়েক বছরে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়ক দিয়ে দেশ এগিয়ে চলেছে। শেখ হাসিনা দেশে মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন। মানুষ আর এখন অভাবগ্রস্ত নয়। তাই দেশ আজ অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয়ে উঠেছে। আসাদুজ্জামান নূর আরও বলেন, গুলশানের হলি আর্টিজানে দেশের কয়েকজন তরুণ জঙ্গীবাদের তকমায় এক হত্যাযজ্ঞ চালিয়ে বিদেশীসহ প্রায় ২২ জনকে হত্যা করে। ’৭১-এর পূর্ব থেকে যারা এ দেশে জঙ্গীবাদের আশ্রয় নিয়ে বিভিন্ন হত্যাকা- চালিয়ে আসছিল, আমাদের মুক্তিযুদ্ধে পাকিস্তানীদের সহায়তা করে নারী নির্যাতন ও ৩০ লাখ মানুষ হত্যা করেছে; ওই ধারায় দেশে জঙ্গীবাদ আজ তরুণ সমাজের মধ্যে সংক্রমিত হয়েছে। এসব তরুণকে জঙ্গীবাদ থেকে সঠিক পথে আনতে গেলে সংস্কৃতি চর্চার বিকল্প নেই। শিক্ষাপ্রতিষ্ঠানে নাটক, গান, খেলাধুলাসহ নানা আয়োজন করে এ ধারার পরিবর্তন করতে হবে। সংস্কৃতির আলো দিয়ে তাদের ফিরিয়ে আনতে হবে। দেশে এখন কোচিং বাণিজ্য শুরু হয়েছে। ভাল ফলাফলের জন্য সন্তানদের ওপর অতিরিক্ত চাপ দেয়া হচ্ছে। চলছে জিপিএ-৫ নির্যাতন। তিনি বলেন, যুবসমাজকে অন্ধকার থেকে আলোর পথে আনতে আমাদের কাজ করতে হবে। শনিবার পাঁচবিবি স্টেডিয়ামে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সামছুল আলম দুদুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উৎসবে পাঁচবিবি পৌরসভার মেয়র ও উৎসব কমিটির সচিব হাবিবুর রহমান সাংস্কৃতিক উৎসবের বিভিন্ন দিক নিয়ে সূচনা বক্তব্য দেয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. অজয় রায়, অবসরপ্রাপ্ত অধ্যাপক গিয়াস উদ্দিন মোল্লা, পরমাণু শক্তি কমিশনের সাবেক কমিশনার ফায়েজুর রহমান আল সিদ্দিক, ধরিত্রী বাংলাদেশের সম্পাদক অধ্যাপক ড. হারুন অর রশিদ, উৎসব কমিটির আহ্বায়ক আমিনুল হক বাবুল বক্তব্য রাখেন। পাঁচবিবি স্টেডিয়ামে তিন দিনব্যাপী চলমান এ অনুষ্ঠানে উত্তরবঙ্গের ১৬ জেলার এক হাজার প্রতিযোগী বিভিন্ন সাংস্কৃতিক বিষয় নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ১৬ জেলা থেকে আগত প্রতিযোগী ছাড়াও কয়েক হাজার সংস্কৃতিমনার আগমনে পাঁচবিবি স্টেডিয়াম মিলনমেলায় পরিণত হয়।
×