ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘উন্নয়ন ধারা’র তৃতীয় জাতীয় কাউন্সিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ০৫:৩০, ৫ নভেম্বর ২০১৭

‘উন্নয়ন ধারা’র তৃতীয় জাতীয় কাউন্সিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার ॥ ‘পথে নামো আলোকেরও সেনা’ স্লোগানে সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন উন্নয়ন ধারা’র তৃতীয় জাতীয় কাউন্সিল অধিবেশন ২০১৭ শুক্রবার অনুষ্ঠিত হয়। রাজধানীর বেইলী রোডের বাংলাদেশ মহিলা সমিতি ভবনের আইভী রহমান মিলনায়তনে আয়োজিত এই কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। প্রধান বক্তা ছিলেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. কাজী ফারুক আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন হেকেম বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর মুশফিকুর রহীম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উন্নয়ন ধারার উপদেষ্টা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক আবুল কাশেম পলাশ, বিশিষ্ট চিত্রশিল্পী নাজমা আক্তার, উন্নয়ন ধারার মহাসচিব সাজু আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন ধারার নির্বাহী চেয়ারম্যান সোহেল আহমেদ খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য ফয়সাল আহমেদ। কাউন্সিল অধিবেশনে সাংস্কৃতিক আয়োজনে সঙ্গীত পরিবেশন করেন আব্দুর রহমান, রাবেয়া আক্তার, ফারহানা হোসেন সাবানা প্রমুখ। এর আগে সাংগঠনিক আলোচনায় বক্তব্য রাখেন দেশের ১০টি জেলার কাউন্সিলররা। উন্নয়ন ধারার তৃতীয় কাউন্সিল অধিবেশন আলোক প্রজ্বলন উদ্বোধন করেন বিশিষ্ট চিত্রশিল্পী ও উন্নয়ন ধারার উপদেষ্টা নাজমা আক্তার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য এস এম নুরুল আবছার, আলাউদ্দিন আহমেদ প্রমুখ। কাউন্সিল অধিবেশন শুরুর আগে উন্নয়ন ধারার অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত সাজেদুল বারী ও উন্নয়ন ধারার প্রথম উদ্বোধক উপমহাদেশের প্রখ্যাত শ্রমিক নেতা কমরেড জসিমউদ্দিন ম-লের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সবশেষে উন্নয়ন ধারা ২০১৭-২০১৯ সালের দ্বিবার্ষিক কমিটি ঘোষণা করেন উন্নয়ন ধারার প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ মামুন। আর নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ করান প্রধান অতিথি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। উন্নয়ন ধারার ‘তৃতীয় জাতীয় কাউন্সিল অধিবেশনে নাজমা আক্তারকে চেয়ারম্যান, সোহেল আহমেদ খানকে নির্বাহী চেয়ারম্যান এবং সাজু আহমেদকে মহাসচিব করে ৫১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। অচিরেই এই নবগঠিত কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
×