ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অনলাইনে ‘হালদা’ চলচ্চিত্রের গান

প্রকাশিত: ০৫:২৯, ৫ নভেম্বর ২০১৭

অনলাইনে ‘হালদা’ চলচ্চিত্রের গান

স্টাফ রিপোর্টার ॥ জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ পরিচালিত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘হালদা’ আগামী ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে। শুক্রবার ফেসবুক লাইভে এ তথ্য জানান পরিচালক তৌকীর আহমেদ অভিনয়শিল্পী জাহিদ হাসান ও নুসরাত ইমরোজ তিশা। তারা জানান ‘হালদা’ বিজয়ের মাসের প্রথম চলচ্চিত্র হতে যাচ্ছে। মুক্তির তারিখ ঘোষণার পাশাপাশি চলচ্চিত্রের একটি গান গতকাল অনলাইনে প্রকাশ করা হয়। পিন্টু ঘোষ ও সানজিদা মাহমুদ নন্দিতার কণ্ঠে ‘নোনা জল’ শিরোনামের গানটি টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পায়। প্রকাশের পরপরই গানটি প্রশংসায় ভাসছে। ‘হালদা’র গল্প লিখেছেন আজাদ বুলবুল। পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্য লিখেছেন তৌকীর আহমেদ নিজেই। চলচ্চিত্রের প্রধান চারটি চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা ও ফজলুর রহমান বাবু। এতে আরও অভিনয় করছেন দিলারা জামান, শাহেদ আলী, রুনা খান প্রমুখ। চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ। চলচ্চিত্রটি বাংলাদেশ ও বিশ্বব্যাপী পরিবেশনা করতে যাচ্ছে পরিবেশনা প্রতিষ্ঠান দি অভি কথাচিত্র। দেশের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে ‘হালদা’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। এছাড়াও বিশ্বের প্রায় ১৬টি দেশে চলচ্চিত্রটি মুক্তি পাবে বলে জানা গেছে। এ প্রসঙ্গে তৌকীর আহমেদ বলেন, এর আগে আমার যতগুলো চলচ্চিত্র মুক্তি পেয়েছে কোনটারই তেমন প্রচার করা হয়নি। তবে এবার আমরা ‘হলদা’কে সবার কাছে পৌঁছে দেয়ার চেষ্টা করছি। বর্তমানে প্রচারে অনেক গুরুত্বপূর্ণ মাধ্যম ফেসবুক। তাই ফেসবুক লাইভে এসে ‘হলদা’র মুক্তি তারিখ ঘোষণা করলাম। বিজয় দিবসের প্রথম চলচ্চিত্র হিসেবে হালদা মুক্তি পাবে ১ ডিসেম্বর। আশা করি সকলকে আমাদের পাশে পাব। ‘হালদা’ তৌকীরের পঞ্চম চলচ্চিত্র। দেশের বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীকে ঘিরে এটি নির্মিত হয়েছে। মা মাছেরা এপ্রিল থেকে জুন পর্যন্ত অমাবস্যা বা পূর্ণিমার তিথিতে এ নদীতে ডিম ছাড়ে। চলচ্চিত্রের গল্পে এই নদী ও নদীর গতি-প্রকৃতি, নদীর ক্ষয় ও নদীতীরবর্তী মানুষের জীবনের প্রবাহ ও জটিলতা তুলে ধরা হয়েছে।
×