ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সবুজ-পড়শির মিউজিক ভিডিও ‘লক্ষ্মী সোনা’

প্রকাশিত: ০৫:২৯, ৫ নভেম্বর ২০১৭

সবুজ-পড়শির মিউজিক ভিডিও ‘লক্ষ্মী সোনা’

স্টাফ রিপোর্টার ॥ সন্তান যখন মাতৃগর্ভে থাকে তখন তার মা-বাবার অনুভূতি কেমন থাকে? কেমন থাকে তার জন্য পিতা-মাতার আকুল প্রতীক্ষা। ‘লক্ষ্মী সোনা’ শিরোনামে একটি গানে সেই রকমই অনুভূতি ফুটিয়ে তুলেছেন উদীয়মান শিল্পী দম্পতি সবুজ-জাসিয়া পড়শি। সম্প্রতি গানটির ভিডিও ইউটিউবে প্রকাশ হয়েছে। আর গানটিতে মডেল হয়েছেন শিল্পী সবুজ-জাসিয়া পড়শি এবং তাদের সন্তান সূর্য। সম্প্রতি ইউটিউবে গানটির মউজিক ভিডিওটি প্রকাশের পর তা শ্রোতামহলে বেশ সাড়া ফেলেছে। বিশেষ করে নব দম্পতিরা এই গানটি বেশ প্রশংসা করেছেন। ‘অপেক্ষায় আছি দু’জনে, তুই কবে বল আসবি লক্ষ্মী সোনা’ গানটির কথা, সুর এবং কণ্ঠ দিয়েছেন সবুজ জাসিয়া পড়শি। আর গানটির সঙ্গীত পরিচালনা করেছেন দেশ সেরা সোলস ব্র্যান্ডের সদস্য মীর মাসুম। গানটি সবুজের ‘কেউ জানেনা’ এ্যালবামে স্থান পেয়েছে। এ্যালবামটি ২০১৩ সালে অগ্নিবীনা জিসিরিজের ব্যানারে প্রকাশিত হয়েছিল। গানটি দেশের স্যাটেলাইট চ্যানেল গানবাংলায় প্রচারের পর দর্শক শ্রোতাদের কাছে বেশ প্রশংসিত হয়। শিল্পী সবুজ পেশায় একজন ডাক্তার আর তার জীবন সঙ্গী জাসিয়া পড়শি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীতে স্নাতকোত্তর। গানের সুরে সুরেই দুজনের কাছে আসা ভালবাসা এক সাথে ঘর বাঁধা। তাদের সন্তান সূর্য যখন তার মায়ের পেটে তখন তাদের অনুভূতি নিয়ে গর্ভে থাকা সন্তাানের জন্য তারা একটা গান বাধেন। গানের কথাগুলো হলো ‘অপেক্ষায় আছি দু’জনে, তুই কবে বল আসবি লক্ষ্মী সোনা? ব্যতিক্রম বিষয় ও গানের কথায় অভিনবত্ব থাকায় গানটি ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে শ্রোতা দর্শকদের মাঝে। আর যারা পিতৃত্বের বা মাতৃত্বের সাধ নিয়েছেন তাদের জন্য তো কথাই নেই। এক কথায় গানটি অনেকেরই হৃদয় ছুঁয়ে গেছে বলে জানিয়েছেন। নিজেদের গান এবং ভিডিও নিয়ে উচ্ছ্বসিত সবুজ পড়শি দম্পতির চাওয়া তাদের সন্তান যেন অনেক বড় হয়ে দেশে মানুষের জন্য কাজ করে যেতে পারে। পাশাপাশি সংশ্লিষ্ট সকলের উৎসাহ ও সহযোগিতা নিয়ে এই শিল্পী দম্পতি এগিয়ে যেতে চান। গানে-সুরে শ্রোতাদের আনন্দ দিয়ে যেতে চান। আরও ভাল ভাল গান করে যেতে চান। আগামীতে আরও একাধিক এ্যালবাম প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন তারা। পেশায় ডাক্তার সবুজ লেখালেখিও করেন। বইমেলায় ‘ভ্যালেন্টাইন গিফট’ এবং ‘মধ্য রাতের অতিথি’ নামে তার দুটি বই বেরিয়েছে। সবুজ এবং পড়শি দম্পতি এগিয়ে যাবেন তাদের কাক্সিক্ষত লক্ষ্যে সেই প্রত্যাশা সংশ্লিষ্টদের। তাদের জন্য শুভ কামনা।
×