ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ায় ‘পঞ্চনারী আখ্যান’ নাটকের দুই প্রদর্শনী

প্রকাশিত: ০৫:২৯, ৫ নভেম্বর ২০১৭

অস্ট্রেলিয়ায় ‘পঞ্চনারী আখ্যান’ নাটকের দুই প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা থিয়েটারের অন্যতম প্রযোজনা ‘পঞ্চনারী আখ্যান’ নাটকটি এবার অস্ট্রেলিয়ার মঞ্চস্থ হচ্ছে। দলসূত্রে জানা গেছে ৪ নবেম্বর অস্ট্রেলিয়ার ক্যানবেরায় নাটকের একটি মঞ্চায়ন হয়। এছাড়া আজ ৫ নবেম্বর অস্ট্রেলিয়ার সিডনিতে নাটকটির আরও একটি মঞ্চায়ন হবে। হারুন রশীদ রচিত ‘পঞ্চনারী আখ্যান’ নাটকটি নির্দেশনা দিয়েছেন শহীদুজ্জামান সেলিম। নাটকে একক অভিনয় করেন দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী রোজী সিদ্দিকী। ‘পঞ্চনারী আখ্যান’ নাটকটি ঢাকা থিয়েটারের ৩৭তম প্রয়োজনা। নাটকের মঞ্চ পরিকল্পনা করেছেন আফজাল হোসেন, সঙ্গীত পরিকল্পনা করেছেন মঞ্চকুসুম শিমূল ইউসুফ ও চন্দন চৌধুরী। পোশাক পরিকল্পনায় নাসরিন নাহার ও আলোক পরিকল্পনা করেছেন ওয়াসিম আহমেদ। ‘পঞ্চনারী আখ্যান’ নাটকের মূল উপজীব্য সমাজে নারী অধিকার। সৃষ্টির সূচনা থেকে নারীর দাবি একটাই-কেবল নারী নয়, তার পরিচিতি হোক মানুষ হিসেবে। বিত্তহীন, মধ্যবিত্ত, উচ্চবিত্ত শ্রেণী থেকে শুরু করে পেশাগত সব অবস্থানেই নারী সহস্র বছর ধরে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় অন্যায়, বিভেদ আর বৈষম্যের শিকার হয়ে যাপন করছে মানবেতন জীবন। নারীর অধিকার নিয়ে কথা বলা হয় অনেক। কিন্তু পুরুষ শব্দের সমান অর্থবহ উচ্চারণে নারীর নামকরণ আদৌ হয় কী কোথাও? নিপীড়ন আর নির্যাতনের যাঁতাকলে কোন না কোনভাবে পিষ্ট হচ্ছে প্রতিটি নারী। এ বন্দীদশা থেকে মুক্তি পেতে নিরন্তর সংগ্রামে লিপ্ত বিশ্বের নারী। বৈষম্যের হাহাকারকে অতিক্রম করে কবে তারা মানুষ হিসেবে নিজেকে অনুভব করতে পারবে- এমন আর্তনাদই ধ্বনিত হয়েছে ‘পঞ্চনারী আখ্যান’ শীর্ষক নাট্যে।
×