ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সমর্থককে লাথি মেরে বিপাকে এভরা

প্রকাশিত: ০৫:২৬, ৫ নভেম্বর ২০১৭

সমর্থককে লাথি মেরে বিপাকে এভরা

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা ইউরোপা লীগে অলিম্পিক মার্শেই ও পর্তুগালের ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের ম্যাচ শুরুর আগে অনাকাক্সিক্ষত এক ঘটনার জন্ম দেন প্যাট্রিক এভরা। নিজ দলের এক সমর্থকের মাথায় ‘কুং ফু’ স্টাইলে লাথি মেরে বসেন এই ফরাসী তারকা। তার শাস্তি হিসেবে লালকার্ড দেখেছেন এভরা। যে কারণে স্বাভাবিকভাবেই এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। তবে এখানেই শেষ নয়, আরও কঠিন শাস্তির সম্ভাবনা রয়েছে প্যাট্রিক এভরার। গুঞ্জন রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই তারকা ফুটবলারকে বেশ কয়েক মাস এভরাকে নির্বাসিত করতে পারে উয়েফা। তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের জন্য তদন্ত শুরু করে দিয়েছে ইতোমধ্যেই। উয়েফার সিদ্ধান্ত জানা যাবে আগামী ১০ নবেম্বর। সেদিনই শুনানির জন্য ডাকা হয়েছে ফ্রান্স জাতীয় দলের সাবেক অধিনায়ককে। এই মুহূর্তে লালকার্ড দেখার জন্য এক ম্যাচের শাস্তি বহাল থাকছে তার ওপর। এভরার বর্তমান বয়স ৩৬। ফ্রেঞ্চ ফুটবলে এখন গুঞ্জন সমর্থককে পেটানোর ঘটনা তার ফুটবল ক্যারিয়ারকেই হুমকির মুখে ফেলে দিয়েছে। ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামে সতীর্থদের সঙ্গে অনুশীলন করছিলেন এভরা। সেই সময়ই বিলবোর্ডের কাছে জড়ো হওয়া শ’দু’য়েক মার্শেই সমর্থক এভরাকে গালিগালাজ ও বাজে উক্তি করে। গালিগালাজ বাড়লে এভরা তেড়ে যান সমর্থকদের দিকে। সতীর্থরা শুরুতে কোনমতে তাকে বাধা দিলেও এর পরেই দেখা যায় তিনি গ্যালারির এক মার্শেই সমর্থকের মাথায় লাথি মারছেন। এরপর সমর্থকরা দলবদ্ধ হয়ে এভরার দিকে তেড়ে যায়। পরবর্তীতে নিরাপত্তারক্ষীরা এভরাকে সরিয়ে নিয়ে যায়। রেফারি এই ঘটনার পর লালকার্ড দেখিয়ে ড্রেসিংরুমে পাঠিয়ে দেন এভরাকে।
×