ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১৬ উইকেটে আলতাফের রেকর্ড

প্রকাশিত: ০৫:২৬, ৫ নভেম্বর ২০১৭

১৬ উইকেটে আলতাফের রেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ বয়স ৩৩ হয়ে গেছে। কখনও পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলা হয়নি। তবে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ সাদ আলতাফ। রাওয়ালপিন্ডির এই ফাস্ট বোলার পাকিস্তানের প্রথম শ্রেণীর ক্রিকেটে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন। চলমান কায়েদ-ই-আজম ট্রফির পুল ‘বি’র ম্যাচে রাওয়ালপিন্ডির হয়ে এফএটিএ’র বিপক্ষে দুই ইনিংসেই ৮টি করে উইকেট নিয়েছেন আলতাফ। ম্যাচে ১৪১ রান দিয়ে তার শিকার সংখ্যা ১৬। পাকিস্তানের ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে আগের সেরা বোলিং ছিল সোহেল খানের ১৮৯ রানে ১৬ উইকেট, ২০০৭ সালে ওয়াপদার বিপক্ষে। নতুন রেকর্ড গড়ার পর আলতাফ বলেছেন, ‘আমি জানতামই না যে, আমি একটি রেকর্ড গড়েছি। কিন্তু যখন আমি জানলাম, নিজেকে খুব গর্বিত মনে হয়েছে।’ এটি ছিল আলতাফের ৯৮তম প্রথম শ্রেণীর ম্যাচ, অভিষেক হয়েছিল ২০০১-০২ মৌসুমে। তার মোট উইকেট এখন ৩৯৩টি। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ২৫ বার। ম্যাচে ১০ উইকেট আছে ৪ বার।
×