ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:২৫, ৫ নভেম্বর ২০১৭

টুকরো খবর

আন্তর্জাতিক জুনিয়র টেনিস ॥ আগামী ৬-১১ নবেম্বর ঢাকার রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ’। প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ ১৭ দেশের ৬৮ বালক এবং ৩৮ বালিকা খেলোয়াড় অংশ নেবে। প্রতিযোগিতার বাছাইপর্বের খেলা শনি ও রবিবার অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় বালক একক, বালক দ্বৈত, বালিকা একক ও বালিকা দ্বৈত মোট ৪টি ইভেন্টে খেলা হবে। প্রতিযোগিতার উদ্বোধন করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশ টেনিস ফেডারেশন সভাপতি শাহরিয়ার আলম। হ্যান্ডবল ট্রেনিং কোর্স ॥ হ্যান্ডবল ট্রেনিং কোর্স শনিবার শেষ হয়েছে। সরকারী শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ জসিমউদ্দিন আহম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের সমাপনী ঘোষণা করেন। প্রশিক্ষণে ১৬৮ ছাত্র-ছাত্রী অংশ নেয়। ভলিবল লীগ ॥ ক্রনি গ্রুপ ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ, প্রথম ও দ্বিতীয় বিভাগ ভলিবল লীগে শনিবার প্রিমিয়ার বিভাগের খেলায় আজাদ স্পোর্টিং ক্লাব ৩-০ সেটে ফায়ার সার্ভিসকে এবং বাংলাদেশ জেল ৩-১ সেটে ঢাকা সবুজ ক্লাবকে হারায়। মানিকগঞ্জে সাঁতার প্রশিক্ষণ ॥ ক্রীড়া পরিদফতরের অধীনে মানিকগঞ্জ জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে সিঙ্গাইর উপজেলায় তিন সপ্তাহব্যাপী সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম শনিবার শেষ হয়েছে। স্থানীয় উপজেলা পরিষদ পুকুরে স্কুল পর্যায়ের প্রায় ৫০ ছাত্র সাঁতার প্রশিক্ষণে অংশ নেয়। সাঁতার প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন ফজলুর রহমান। ইংল্যান্ডের বিপক্ষে জনসনের ‘না’ স্পোর্টস রিপোর্টার ॥ এ্যাশেজের উত্তেজনায় ঘৃতাহুতি দিলেন মিচেল জনসন। সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে খেলতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশ, সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে শনিবার থেকে শুরু হওয়া ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া একাদশের ২ দিনের প্রস্তুতি ম্যাচে জনসনকে খেলার প্রস্তাব দেয়া হয়েছিল। মূলত আসন্ন বিগব্যাশ লীগের (বিবিএল) প্রস্তুতি হিসেবে তাকে এ ম্যাচে খেলতে বলা হয়েছিল। কিন্তু বলতে গেলে মুখের ওপরে না করে দেন জনসন। তবে না খেলার ব্যাপারে জনসন কেবল বলেছেন, তিনি আগ্রহী নন। ৩৬ বছর বয়সী বাঁহাতি এ পেসার ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনও বিশ্বব্যাপী ঘরোয়া টি-২০ লীগে খেলে চলেছেন। আবারও ছেলের বাবা মেসি স্পোর্টস রিপোর্টার ॥ তৃতীয় সন্তানের বাবা-মা হচ্ছেন তা আগেই জানিয়ে দিয়েছিলেন লিওনেল মেসি ও এ্যান্তোনেল্লা রোকুজ্জো দম্পতি। তবে সন্তান ছেলে না মেয়ে তা জানাননি তারা। এবার জানা গেল সে খবরও। আর্জেন্টাইন মহাতারকা মেসির ঘরে আগে ছিল থিয়াগো ও মাতেও নামে দুই পুত্র সন্তান। এবার তৃতীয়বারের মতো পুত্র সন্তানের বাবা হচ্ছেন এই বার্সিলোনা ফরোয়ার্ড। গত ২ নবেম্বর বড় ছেলে থিয়াগো মেসি পা দিয়েছেন ছয় বছরে। তার জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার বড়সড় আয়োজন করেছিলেন মেসি। বড় ছেলের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক আবেগঘন বার্তা দেন মা রোকুজ্জো। সেখানেই উঠে আসে তৃতীয় ছেলে সন্তানের কথা। পোস্টে মেসি পত্নী লিখেছেন, ‘শুভ জন্মদিন থিয়াগো। পাঁচ বছর বয়স পূর্ণ হলো। তুমি কত বড় হয়ে গেছ, আমার ভালবাসা। আশাকরি তুমি সবসময় সুখে থাকবে।’ এই পোস্টের শেষে হ্যাশট্যাগেই তৃতীয় ছেলে সন্তানের আভাস দিয়েছেন রোকুজ্জো। লিখেছেন, # বাবা ও মা, # মাতেও এবং তোমার ছোট ভাই যে আসার পথে। হ্যাশ ট্যাগে রোকুজ্জো ‘হারমানিতো’ শব্দটি লিখেছেন যার অর্থ ছোট ভাই। আর ‘হারমানিতো’ অর্থ ছোট বোন। তাই সমর্থকদের বুঝতে আর সমস্যা হয়নি, ছেলে সন্তানের বাবাই হচ্ছেন পাঁচবারের ব্যালন ডি’অর পাওয়া এই ফুটবলার। ছেলের জন্মদিনের অনুষ্ঠানে মেসির ক্লাব বার্সিলোনার সতীর্থরাও অংশ নিয়েছেন সদলবলে। অনুষ্ঠানে উপস্থিত হন মেসির বার্সিলোনা সতীর্থ লুইস সুয়ারেজ। সুয়ারেজের পর সেই পার্টিতে সস্ত্রীক উপস্থিত হন মেসির ক্লাব ও জাতীয় দলের সতীর্থ জাভিয়ের মাসচেরানো। এছাড়াও জন্মদিনের সেই অনুষ্ঠানে দেখা গেছে জর্ডি আলবা ও সার্জিও বুসকেটসকে। প্রীতি ম্যাচে নেই রোনাল্ডো স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১০ নবেম্বর সৌদি আরবকে এবং তার চারদিন পর যুক্তরাষ্ট্রকে আতিথ্য দিবে পর্তুগাল। তবে আসন্ন দুটি ম্যাচে পর্তুগালের হয়ে খেলছেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সি আর সেভেন ছাড়াও শনিবার ঘোষিত ২৪ জনের এই স্কোয়াডে পর্তুগীজ কোচ ফার্নান্দো সান্তোসের বিবেচনায় আসতে পারেননি রিকার্ডো কুয়ারেসমা এবং ন্যানিও। এ সম্পর্কে সান্তোস বলেছেন, ‘এখানে বিভিন্ন বিষয় কাজ করেছে। কেউ কেউ আমার ইচ্ছায় বাদ পড়েছেন, আবার কিছু খেলোয়াড় ইনজুরিতে আছে। অনুশীলনের পরে আমরা কিছু খেলোয়াড়কে জাতীয় দলে পরখ করে দেখার সুযোগ দিয়েছি। বিশ্বকাপের আগে সেরা একটি দল বেছে নেয়াই আমার মূল লক্ষ্য।’ এই দুটি দলের বিপক্ষে পর্তুগালের খেলার খুব একটা সুযোগ হয় না। প্রীতি ম্যাচের মাধ্যমে সেই সুযোগটিকে কাজে লাগাতে চায় পর্তুগীজরা। সুইজারল্যান্ড ও হাঙ্গেরিকে পিছনে ফেলে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পর্তুগাল বাছাইপর্বে গ্রুপ ‘বি’র শীর্ষ দল হিসেবে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে। নিষিদ্ধ পেরুর অধিনায়ক স্পোর্টস রিপোর্টার ॥ ড্রাগ টেস্টে ব্যর্থ হওয়ায় পেরুর অধিনায়ক পাওলো গেররেরোকে সাময়িক নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। ফলে বিশ্বকাপের প্লে-অফে খেলতে পারবেন না দলটির হয়ে সবচেয়ে বেশি গোল করা এই তারকা ফরোয়ার্ড। পেরুভিয়ান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, গত ৫ অক্টোবর বিশ্বকাপের বাছাইপর্বে আর্জেন্টিনার সঙ্গে পেরুর গোলশূন্য ড্র করা ম্যাচের পর গেররেরোর ড্রাগ টেস্ট করা হয়। টেস্টে পজেটিভ হওয়ায় ফিফার শৃঙ্খলা কমিটি এই নিষেধাজ্ঞা দেয়। রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নেয়ার লড়াইয়ে আগামী ১১ ও ১৬ নবেম্বর নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পেরু। এতে জয় পেলে ১৯৮২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের দেশটি।
×