ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লা লিগায় জিদানের শিষ্যরা মুখোমুখি হবে লাস পালমাসের, চোট কাটিয়ে ফিরছেন বেল, ;###;কোচিংয়ে আগ্রহী নন দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে আসার সুযোগ রিয়ালের

প্রকাশিত: ০৫:২৪, ৫ নভেম্বর ২০১৭

পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে আসার সুযোগ রিয়ালের

স্পোর্টস রিপোর্টার ॥ গত মৌসুমটা স্বপ্নের মতোই কেটেছে রিয়াল মাদ্রিদের। স্প্যানিশ সুপার কাপ, স্প্যানিশ লা লিগা, উয়েফা সুপার কাপ ছাড়া উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপাও নিজেদের শোকেসে তুলেছে তারা। কিন্তু পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি লস ব্ল্যাঙ্কোসরা। চলতি মৌসুমের শুরু থেকেই যেন খেই হারিয়ে ফেলে রামোস-রোনাল্ডোরা। গত সপ্তাহে টানা দুই ম্যাচে হার মানে রিয়াল মাদ্রিদ। যা রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে জিনেদিন জিদান যুগের প্রথম ঘটনা। এর আগে কোচ হওয়ার পর কখনই টানা দুই ম্যাচে হার দেখেনি রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগায় গত রবিবার তুলনামূলক খর্বশক্তির দল জিরোনার কাছে ২-১ গোলে হেরে যায় জিনেদিন জিদানের দল। বুধবার চ্যাম্পিয়ন্স লীগেও হারের লজ্জা পায় স্প্যানিশ জায়ান্টরা। ওয়েম্বলিতে টটেনহ্যাম হটস্পারের কাছে ৩-১ গোলের বড় ব্যবধানে হার মানে তারা। পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে আসার দারুণ সুযোগ আজ রিয়ালের সামনে। লা লিগায় প্রতিপক্ষ লাস পালমাস। ম্যাচটা হবে সান্তিয়াগো বার্নাব্যুতে। রিয়ালের মাঠে ৩৩ বার সফর করেছে তারা। কিন্তু এখন পর্যন্ত জয়ের স্বাদ পায়নি লাস পালমাস। ২৮টিতে হারের স্বাদ পাওয়া এই দলটি বাকি ম্যাচগুলোতে ড্র করেছে। মৌসুমের প্রথম ১০ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের সংগ্রহে ১০ পয়েন্ট। শীর্ষে থাকা বার্সিলোনার চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে। ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ভ্যালেন্সিয়ার সঙ্গে ব্যবধানটা ৪। অন্যদিকে রিয়ালের প্রতিপক্ষ লাস পালমাসের অবস্থান শেষের দিক থেকে তৃতীয়। পয়েন্ট মাত্র ৬। স্বস্তির খবর আছে রিয়াল সমর্থকদের। ইনজুরির কারণে প্রায় একমাস মাঠের বাইরে থাকার পর আজ মাঠে নামতে পারেন গ্যারেথ বেল। এই ম্যাচেও থাকছেন না কেইলর নাভাস। তবে বাজে সময় পার করা রোনাল্ডোর ভক্ত-অনুরাগীদের জন্যও রয়েছে সুখবর। লাস পালমাসের বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ দুই ম্যাচেই গোলের দেখা পেয়েছেন সি আর সেভেন। যা আজ তার জন্য হতে পারে অনুপ্রেরণা। নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর শোকেসে আরও একটি পুরস্কার উঠেছে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি এ্যান্ড স্ট্যাটিক্সের (আইএফএফএইচএস) বিবেচনায় ২০১৬ সালে বিশ্বের সেরা গোল স্কোরার হয়েছেন তিনি। গত বছরে সি আর সেভেনের অসাধারণভাবে গোল করার দক্ষতার জন্য তাকে পুরস্কৃত করা হয়। এই পুরস্কারের জন্য ক্লাব রিয়াল মাদ্রিদ ও জাতীয় দল পর্তুগালের হয়ে রোনাল্ডোর গোলগুলো বিবেচ্য হয়। এ পুরস্কারটি অবশ্য তারকা এ ফুটবলার তৃতীয়বারের মতো পেলেন। পুরস্কার জয়ের দৌড়ে ছিলেন রোনাল্ডোর চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনা ও আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসিও। ছিলেন পিএসজির উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানিও। ১৯৮৪ সালে জার্মানের লিপজিগে আইএফএফএইচএস প্রতিষ্ঠিত হয়। এরপর থেকেই সংস্থাটি বিশ্বের সেরা প্লেমেকার, সেরা কোচসহ আরও অনেক পুরস্কার দিয়ে আসছে। চলতি মৌসুমে অবশ্য রোনাল্ডোর পারফর্মেন্স ভাল যাচ্ছে না। তবুও ক’দিন আগে পঞ্চমবারের মতো ফিফাসেরা ফুটবলারের তকমা গায়ে মাখান তিনি। রিয়ালের হয়ে রেকর্ড গোল স্কোরার রোনাল্ডো এ বছর ব্যালন ডি অর পুরস্কারের জন্যও এগিয়ে আছেন। যেখানে ৩০ সদস্যের প্রাথমিক তালিকায় আছেন মেসিসহ আরও অনেকে। ২০১৬ সালে রোনাল্ডো ক্লাব ও জাতীয় দলের হয়ে ৫৭টি ম্যাচ খেলেন। যেখানে ৫৫ গোল নিজে করার পাশাপাশি ১৭টিতে সহায়তাও করেন তিনি। বিশ্বসেরা এ্যাথলেটদের মধ্যে অন্যতম শীর্ষ ধনী খেলোয়াড় এই পর্তুগীজ সুপারস্টার। ফুটবল থেকে অবসর নিলে কোচিংয়ে জড়াবেন কি না এমন প্রশ্নের উত্তর দিয়েছেন। কোচ হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন ৩২ বছর বয়সী রোনাল্ডো। তিনি জানান, মাঠের বাইরে বর্তমান জীবন যেভাবে যাচ্ছে সেভাবেই ভবিষ্যত জীবনও কাটাতে চান। মাঠের বাইরে ফ্যাশন সচেতন রোনাল্ডো বেশ সৌখিনও। নিত্য নতুন গাড়ি কিংবা চুলের স্টাইলের জন্য হরহামেশাই আলোচনায় থাকেন তিনি। বাকি জীবনটাও এভাবেই পার করতে চান তিনি। রোনাল্ডো বলেন, ‘এটা আসলে বলা কঠিন ভবিষ্যতে কি করব। তবে একটা বিষয় আমার কাছে পরিস্কার। এখনকার জীবনটাই আমি সারাজীবন উপভোগ করতে চাই।’ সর্বোচ্চ আয় করা ফুটবলারদের অন্যতম রোনাল্ডো এ সময় আরও বলেন, ‘আমি জানি সবসময়ই তরুণ বয়সে থাকব না। তবে এটাও জানি আমি কোচিং পেশায় জড়াবো না। বর্তমানে দাঁড়িয়ে আমি কখনই নিজেকে কোচ হিসেবে দেখি না। আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে যে জিনিসটি তা হলো আমি সবসময়ই ফুটবল খেলি এবং খেলতে চাই। খেলতেই ভাল লাগে আমার।’
×