ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হাফিজকে মৌখিক সার্টিফিকেট!

প্রকাশিত: ০৫:২৩, ৫ নভেম্বর ২০১৭

হাফিজকে মৌখিক সার্টিফিকেট!

স্পোর্টস রিপোর্টার ॥ ক্যারিয়ারজুড়ে বোলিং এ্যাকশনের পরীক্ষা দিতে একেবারে জেরবার মোহাম্মদ হাফিজ। সম্প্রতি আবারও তার এ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে, গত তিন বছরের মধ্যে তৃতীয়বার। আইসিসির পরীক্ষাগারে পরীক্ষা দিতে হয়েছে পাকিস্তানী এই অফস্পিনারকে। ফলাফল বের হওয়ার আগেই অবশ্য একটি ‘মৗখিক’ সার্টিফিকেট পেয়ে গেছেন হাফিজ। লিচেস্টারশায়ার স্পিনার কার্ল ক্রো ঘোষণা করেছেন, হাফিজের বোলিং এ্যাকশন সন্দেহজনক নয়। শ্রীলঙ্কার বিপক্ষে গত মাসে শেষ হওয়া ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে হাফিজের বোলিং এ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। গত সপ্তাহে আইসিসির অনুমোদিত বোলিং পরীক্ষাগার লাফবোরোতে পরীক্ষা দিয়েছেন তিনি। এখন ফলাফলের অপেক্ষা। কার্ল ক্রো তার বোলিং দেখে বলেছেন, ‘তাকে যথেষ্ট ভারসাম্যপূর্ণ মনে হয়েছে। বোলিংয়ের সময় সে তার শরীরকে বেশ দক্ষতা এবং কার্যকরভাবে ব্যবহার করছে। এই ধরনের এ্যাকশনে কনুই ভাঙ্গার সুযোগ খুব কম।’ উল্লেখ্য, সন্দেহজনক এ্যাকশনের কারণে হাফিজের ১ বছর নিষেধাজ্ঞা চলাকালীন সময় তার ভুল ত্রুটি শোধরানোর খন্ড-কালীন দায়িত্ব পালন করেছেন কার্ল ক্রো। এছাড়া ক্যারিবিয়ান বোলার সুনীল নারাইনের বোলিং এ্যাকশন শুদ্ধ করার দায়িত্বও পালন করেছেন তিনি। সাবেক এই স্পিনার মনে করেন, ফলাফল হাফিজের পক্ষেই যাবে। ২০১৪ সালের ডিসেম্বরে নিষিদ্ধ হয়েছিলেন প্রথমবার। পরের বছর এপ্রিলে বোলিংয়ের ছাড়পত্র পান। ওই বছরই আবার তার এ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে।
×