ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খুলনা ও কুমিল্লা মাঠে নামছে আজ

প্রকাশিত: ০৫:২৩, ৫ নভেম্বর ২০১৭

খুলনা ও কুমিল্লা মাঠে নামছে আজ

মিথুন আশরাফ ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) পঞ্চম আসর শুরু হয়েছে শনিবার। সাত দল এবার অংশ নিচ্ছে। ঢাকা ডায়নামাইটস, রাজশাহী কিংস, খুলনা টাইটান্স, চিটাগং ভাইকিংস, রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও নবাগত সিলেট সিক্সার্স। চার দল ঢাকা, সিলেট, রাজশাহী, রংপুর প্রথমদিনেই মাঠে নেমেছে। আজ আরও দুটি দল মাঠে নামবে। দল দুটি হচ্ছে- খুলনা ও কুমিল্লা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ হচ্ছে সিলেট সিক্সার্স। রাত ৭টায় একই স্টেডিয়ামে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে লড়াই করবে খুলনা টাইটান্স। মাঠে নামার বাকি থাকবে আরেকটি দলের। সেই দলটি হচ্ছে- চিটাগং ভাইকিংস। দলটি মঙ্গলবার মাঠে নামবে। খুলনা টাইটান্স দলটি গত আসরে ঝলক দেখিয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি গত আসরে লীগপর্ব অতিক্রম করে কোয়ালিফায়ারে খেলেছে। লীগপর্ব শেষে পয়েন্ট তালিকার সেরা দুইয়ে থাকে। পয়েন্ট তালিকার সেরা দুইয়ে থাকা মানে হচ্ছে কোয়ালিফায়ার খেলার সুযোগ পাওয়া। প্রথম কোয়ালিফায়ারে হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতে ফাইনালে খেলার সুযোগ পাওয়া। যদি প্রথম কোয়ালিফায়ারে জেতা যায় তাহলে সরাসরি ফাইনালে উঠে যাওয়ার সুযোগ থাকে। আর যদি তা না হয় তাহলে দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করা যায়। কিন্তু খুলনার দুর্ভাগ্য। দুটি কোয়ালিফায়ার ম্যাচেই খেলেছে দলটি। কিন্তু একটিতেও জিততে পারেনি। প্রথম কোয়ালিফায়ারে বর্তমান চ্যাম্পিয়ন দল ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে হেরেছে। যে দলটির বিপক্ষে আজ খেলে বিপিএলের পঞ্চম আসর শুরু করবে খুলনা। দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজশাহী কিংসের কাছে হেরে বিদায় নিয়েছে। তবে মাহমুদুল্লাহ রিয়াদের অধিনায়কত্ব প্রশংসা কুড়িয়েছে। এবারও রিয়াদই দলটির অধিনায়ক থাকছেন। সঙ্গে দেশী ক্রিকেটারদের মধ্যে রয়েছেন সাইফ হাসান, ইয়াসির আলী, মুক্তার আলী, আফিফ হোসেন ধ্রুব, ধীমান ঘোষ, শফিউল ইসলাম, আবু জায়েদ রাহি, মোশাররফ হোসেন রুবেল। বিদেশী ক্রিকেটারদের মধ্যে রয়েছেন- ক্রিস লিন, রিলি রুশো, ডেভিড মালান, শাদাব খান, কার্লোস ব্রেথওয়েট, সেকুগে প্রসন্ন, শিহান জয়সুরিয়া, জুনাইদ খান, কাইল এ্যাবোট, আকিলা ধনঞ্জয়া। যে দল গড়েছে খুলনা তাতে কাগজে-কলমে খুব শক্তিশালী দল নয়। আবার পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদকে নিয়েও ছেড়ে দিতে হয়েছে। পাকিস্তান ন্যাশনাল টি২০ কাপ শুরু হচ্ছে ১১ নবেম্বর। সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চুক্তিতে থাকা ক্রিকেটারদের খেলা বাধ্যতামূলক করা হয়েছে। আর তাই সরফরাজের সঙ্গে শাদাব ও জুনাইদও লীগের শুরুতে খেলতে পারবেন না। ১৭ নবেম্বরের পর খেলতে পারবেন। এখানেও সংশয় আছে। যদি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলা নিশ্চিত হয় পাকিস্তানের তাহলে বিপিএলে পিসিবির চুক্তিতে থাকা কোন ক্রিকেটার আর খেলতে পারবেন না। তাতে করে খুলনা একটু বিপাকেই পড়েছে। খুলনার এমন অবস্থা। কুমিল্লার তো আরও কাহিল অবস্থা। দলটি পাকিস্তান ক্রিকেটারদের নিয়ে পুরোদমেই আছে বিপদে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সে এবার সবচেয়ে বেশি পাকিস্তান ক্রিকেটার রয়েছেন। ৬ জন পাকিস্তান ক্রিকেটার আছেন। ফখর জামান, শোয়েব মালিক, হাসান আলী, রুম্মন রাইস, ইমরান খান জুনিয়র, ফাহিম আশরাফ রয়েছেন। এ ক্রিকেটারদের মধ্যে শুধু ইমরান খান জুনিয়রই পিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ নন। ইমরান খান জুনিয়র ছাড়া বাকিরা শুরুতে খেলতে পারবেন না। তাই প্রথমবার ২০১৫ সালের (বিপিএলের চতুর্থ আসর) লীগে অংশ নিয়েই বাজিমাত করা, চ্যাম্পিয়ন হওয়া এই দল মহাবিপদে পড়ে আছে। গত আসরে ১২ ম্যাচের মধ্যে মাত্র পাঁচ ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় সাত দলের মধ্যে ছয়দল হওয়া কুমিল্লা এবারও দুর্বল দলই গড়েছে। একেতো পাকিস্তান ক্রিকেটাররা শুরু থেকে থাকবেন না, এর মধ্যে আবার ওপেনার তামিম ইকবাল ইনজুরিতে। তিনিও শুরু থেকে খেলতে পারবেন না। এর বাইরে যে ক্রিকেটাররা আছেন (দেশী ক্রিকেটার- ইমরুল কায়েস, রকিবুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, অলক কাপালী, লিটন কুমার দাস, আল-আমিন হোসেন, আরাফাত সানি; বিদেশী ক্রিকেটার- মারলন স্যামুয়েলস, কলিন মুনরো, ড্যারেন ব্রাভো, ডোয়াইন ব্রাভো, এ্যাঞ্জলো ম্যাথুস, মোহাম্মদ নবী, জস বাটলার, রশিদ খান, গ্রায়েম ক্রেমার) তারা যদি নৈপুণ্য দেখাতে না পারেন তাহলে বিপদ ঘাড়ে চড়ে বসবে। যদিও আজ খেলা নবাগত দল সিলেটের বিপক্ষে। যে দলটিতে খুব বড় তারকা ক্রিকেটার আছেন। এমনটি নয়। তাই কুমিল্লা দলে যারা আছেন নিজেদের মেলে ধরতে পারলে জেতা সম্ভব। সেই জয়ের লক্ষ্য নিয়েই আজ মাঠে নামবে কুমিল্লা ও খুলনা।
×