ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাস্কেটবল তারকা ডেভিডের সঙ্গে বাগদান ওজনিয়াকির

প্রকাশিত: ০৫:২২, ৫ নভেম্বর ২০১৭

বাস্কেটবল তারকা ডেভিডের সঙ্গে বাগদান ওজনিয়াকির

স্পোর্টস রিপোর্টার ॥ গলফ তারকা রোরি ম্যাকলিরয়ের সঙ্গে সম্পর্কছেদের পর ৩ বছর পেরিয়ে গেছে। আবার নিজেকে সেই আঘাত থেকে ফিরে পেয়ে গুছিয়ে নিতে এতটা সময় অপেক্ষা করেছেন টেনিস তারকা ক্যারোলিন ওজনিয়াকি। টানা তিন বছরের সম্পর্কে ছেদ ঘটার কারণে ভগ্ন হৃদয়ে নিজের ক্যারিয়ার নিয়েও অনেক সংগ্রাম করতে হয়েছে এ ডেনিশ সুন্দরীকে। অবশেষে খুঁজে পেয়েছেন মনের মতো মানুষ। যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা ডেভিড লি’র সঙ্গে নতুন করে বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তিনি। ইতোমধ্যেই বাগদানের আংটি বদল হয়ে গেছে পরস্পরের মধ্যে। বিষয়টি নিশ্চিত করে ২৭ বছর বয়সী ওজনিয়াকি টুইটারে এবং ৩৪ বছর বয়সী ডেভিড ইনস্টাগ্রামে ছবিসহ স্ট্যাটাস দিয়েছেন। ২০১৪ সালে ওজনিয়াকির জীবনে নাটকীয় পটপরিবর্তন ঘটেছিল। গলফ তারকা ম্যাকলিরয়ের সঙ্গে বাগদান হয়ে গিয়েছিল। উভয়ে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের জন্য নিমন্ত্রণপত্রও পাঠিয়েছিলেন সবাইকে। কিন্তু বিয়ের অনুষ্ঠানটা আর হলো না, ভেঙ্গেই গেল সম্পর্ক। ম্যাকলিরয় নিজেই সংবাদ সম্মেলন করে জানিয়ে দেন ওজনিয়াকির সঙ্গে সম্পর্কছেদ হয়েছে তার। আর পুরো সিদ্ধান্তটাই তার নিজের এমনটাও দাবি করেছিলেন। অথচ ২০১১ থেকে তারা পরস্পরের প্রেমে ছিলেন বুঁদ। সেই প্রেমের পরিণতি পরিণয়ে গড়ানোর সব মঞ্চ প্রস্তুত হয়ে যাওয়ার পরও সেটা আর হয়নি। ২০১৩ সালের ডিসেম্বরে বাগদানের আংটি বদল করেন তারা। পরের বছর মে মাসে সবাইকে বিয়ের দাওয়াত করার কিছুদিন পরই ম্যাকলিরয় বাগদান বাতিল ঘোষণা করেন। সে সময় থেকেই ম্যাকলিরয়ের গলফ এবং ওজনিয়াকির টেনিস ক্যারিয়ারে নেমে আসে বিপর্যয়। দু’জনই হয়তো ব্যাপারটি সহ্য করতে পারেননি। তবে বিশেষ কোন কারণ জানাননি দু’জনের কেউই। ম্যাকলিরয়ের সঙ্গে ছাড়াছাড়ির পর একেবারে ছন্নছাড়া হয়ে পড়েছিলেন ওজনিয়াকি। তবে গত বছর থেকেই সময়টা বেশ ভাল যাচ্ছে সাবেক এ বিশ্বসেরার। এবার ক্যারিয়ারের সেরা সাফল্য পেয়েছেন প্রথমবারের মতো মর্যাদার ডব্লিউটিএ ফাইনালসের শিরোপা জিতে। ২৭ ডব্লিউটিএ শিরোপা জিতলেও অবশ্য কোন গ্র্যান্ডস্লাম জিততে পারেননি আকর্ষণীয় এ তারকা সুন্দরী। টেনিসের পাশাপাশি একাধারে তিনি ফ্যাশন মডেলিংয়েও যথেষ্ট সুনাম কুড়িয়েছেন। গত তিন বছরে মন থেকে মুছে ফেলতে পেরেছেন ম্যাকলিরয়ের স্মৃতি। সেই গলফ তারকা শুধু একটা সংক্ষিপ্ত ফোন কলে ওজনিয়াকিকে বলেছিলেন, ‘এই মুহূর্তে আমি বিয়ের মতো কোন স্থায়ী সম্পর্কে জড়ানোর মতো মানসিকতা অর্জন করিনি। সুতরাং এটা হচ্ছে না।’ ওজনিয়াকির জীবনে এসেছেন ডেভিড। এই বাস্কেটবল তারকা সর্বশেষ খেলেছেন স্যান এ্যান্টোনিও স্পারসের হয়ে। তবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বাস্কেটবল এ্যাসোসিয়েশনের (এনবিএ) উজ্জ্বলতম তারকা হয়েছেন তিনি মূলত নিউইয়র্ক নিকস ও গোল্ডেন স্টেট ওয়ারিয়র্সের হয়ে খেলার সময়। দুইবার তিনি অলস্টার দলের এবং অলটাইম এনবিএ দলের সদস্য। ২০১৫ সালে ওয়ারিয়র্সের হয়ে এনবিএ চ্যাম্পিয়নশিপ জিতেছেন ডেভিড। বাগদানের খবরটি ট্ইুটারে একটি ছবিসহ প্রকাশ করেছেন ওজনিয়াকি। সেখানে তার বাঁ হাতের অনামিকায় আংটি পরিহিত অবস্থায় দেখা গেছে। তিনি লিখেছেন, ‘আমার হৃদয়ের মানুষকে হ্যাঁ বলতে পেরে গতকাল ছিল আমার জীবনে সবচেয়ে সুখের দিন।’ আর ডেভিড দু’জনের যুগল ছবি ইনস্টাগ্রামে দিয়ে লিখেছেন, ‘সে হ্যাঁ বলেছে। আমি খুবই রোমাঞ্চিত হৃদয়ের সঙ্গীর সঙ্গে বাগদানে আবদ্ধ হতে পেরে।’
×