ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেনার ওঠা-নামা

প্রকাশিত: ০৫:১৫, ৫ নভেম্বর ২০১৭

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেনার ওঠা-নামা

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত অক্টোবর মাসে চট্টগ্রম বন্দরে যে পরিমাণ কন্টেনার ওঠা-নামা হয়েছে, তা আগে কখনও হয়নি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বাংলাদেশের প্রধান বন্দরের এই রেকর্ড গড়ার খবর জানিয়ে বলেন, ‘সদ্য শেষ হওয়া অক্টোবর মাসে আমদানি-রফতানি মিলিয়ে ২ লাখ ৩৬ হাজার ৪১৫টি ইইউ (প্রতিটি বিশ ফুট দৈর্ঘ্যের) কন্টেনার হ্যান্ডলিং হয়েছে। বন্দরের ইতিহাসে এটা এক মাসে সর্বোচ্চ সংখ্যক কন্টেনার হ্যান্ডলিং।’ সর্বশেষ এক মাসের হিসেবে চলতি বছরের আগস্টে ২ লাখ ৩০ হাজার ৭২৫টি ইইউ কন্টেনার ওঠানামার রেকর্ড করেছিল চট্টগ্রাম বন্দর। বন্দর সচিব ওমর ফারুক বলেন, ‘যন্ত্রপাতি বৃদ্ধি এবং পরিচালনা সুবিধার কারণে কন্টেনার হ্যান্ডলিং বেড়েছে।’ কয়েক মাসের মধ্যে বন্দরে আরও নতুন যন্ত্রপাতি যুক্ত হবে জানিয়ে তিনি বলেন, এতে বন্দরের সক্ষমতা আরও বাড়বে। স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত নিজস্ব সংবাদদাতা, মীরসরাই ॥ মীরসরাইয়ের ব্যবসায়িক প্রাণকেন্দ্র বারইয়ারহাট পৌরসভার স্বর্ণ ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক সম্মেলন শনিবার রোজ গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন লাকী জুয়েলার্সের স্বত্বাধিকারী মোঃ গিয়াস উদ্দিন পেয়ার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছন আপন জুয়েলার্সের স্বদ্বাধিকারী আবুল কালাম আজাদ। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সঞ্জয় বণিক। এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মীরসরাই উপজেলা বণিক সমিতির সভাপতি গোপাল বণিক, সাধারণ সম্পাদক দুলাল বণিক, সদস্য গোপাল পাটোয়ারী, বারইয়ারহাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ, অধ্যাপক দুলাল চন্দ্র দেবনাথ, মুক্তিযোদ্ধা কামাল পাশা।
×