ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৬ দিনব্যাপী উন্নয়ন মেলা সমাপ্ত

প্রকাশিত: ০৫:১৫, ৫ নভেম্বর ২০১৭

৬ দিনব্যাপী উন্নয়ন মেলা সমাপ্ত

অর্থনৈতিক রিপোর্টার ॥ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত ৬ দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠান শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেএসএফ-এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ এবং স্বাগত বক্তব্য প্রদান করেন পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ট্রান ভ্যান কোহ। বিগত সাতাশ বছরের অগ্রমুখী পথপরিক্রমায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) দরিদ্র জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে গতিশীল ও কার্যকর ভূমিকা পালন করে চলেছে। মানব মর্যাদা প্রতিষ্ঠার প্রত্যয়ে পিকেএসএফ-এর সমন্বিত উদ্যোগে দেশব্যাপী হাজারো ক্ষুদ্র উদ্যোক্তা এখন আত্মনির্ভরতার প্রতীক। তাদের বহুমুখী প্রচেষ্টার বিচিত্র প্রদর্শনী, সমাজের বর্তমান পরিপ্রেক্ষিতে উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা সভা এবং প্রতি সন্ধ্যায় দেশের নানা অঞ্চল থেকে আগত ও ঢাকার প্রথিতযশা শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ পিকেএসএফ গত ২৯ অক্টোবর থেকে ৩ নবেম্বর পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই বর্ণাঢ্য উন্নয়ন মেলার আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে পিকেএসএফের সহযোগী সংস্থার মধ্য থেকে ৩টি এবং অন্যান্য সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের মধ্য হতে ৩টি প্রতিষ্ঠানকে সেরা স্টলের পুরস্কার প্রদান করা হয়। সেরা সম্ভাবনাময় পণ্য হিসেবে বাসক চা, চেউয়া শুঁটকি ও মিষ্টি মরিচকে পুরস্কৃত করা হয়। এছাড়াও মেলায় আগত ভিয়েতনামের সিইসিডিকে প্রশংসাপত্র প্রদান করা হয় এবং তার নির্বাহী পরিচালক পাম থি হং-এর হাতে তা তুলে দেন পিকেএসএফ-এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ। অনুষ্ঠানে জেল হত্যা দিবস উপলক্ষে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
×