ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শনিবার কর মেলায় সকাল থেকেই ভিড়

প্রকাশিত: ০৫:১৪, ৫ নভেম্বর ২০১৭

শনিবার কর মেলায় সকাল থেকেই ভিড়

অর্থনৈতিক রিপোর্টার ॥ সরকারী ছুটির দিন হওয়ায় রাজধানীর আগারগাঁওয়ে শনিবার সকালেই জমে উঠে আয়কর মেলা। এদিন মেলার শুরুতেই করদাতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভিড়। উপচে পড়া ভিড়ের মধ্যেই নিজেদের কাজ সেরে নিচ্ছেন নারী-পুরুষরা। আতিকুল ইসলাম মিরপুর থেকে এসেছেন। তিনি বলেন, ঝামেলা মনে হওয়ায় আগে কর অঞ্চল অফিসে গিয়ে অন্য কাউকে দিয়ে এক হাজার টাকায় কাজ সেরে নিতাম। কিন্তু মেলায় একটা উৎসব উৎসব আমেজ পাওয়া যায়, সময়ও কম লাগে। তার মতো আরও অনেকেই শনিবার আয়কর দিতে এসে স্বস্তি প্রকাশ করেন। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন রাজস্ব ভবনে বৃহৎ পরিসরে আয়কর মেলা উদ্বোধন করা হয়। মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, সেখানে স্থাপিত ব্যাংকের বুথের সামনে করদাতাদের দীর্ঘলাইন। মেলার ই-টিআইএন, হেল্প ডেক্স, অনলাইন রিটার্ন দাখিল, ফটোকপিসহ প্রতিটি বুথের সামনে বিশাল জটলা। ধানম-ি থেকে কর দিতে এসেছেন ব্যবসায়ী শায়লা পারভীন। তিনি বলেন, প্রথমবারের মতো কর দিচ্ছি। আগেরবার আমার ছেলে দিয়েছিল। কর দেয়া নাগরিক দায়িত্ব মনে করে এবার আমিও এসেছি। ফরম পূরণে ঝামেলা হচ্ছে, তবে খুব বেশি না। নিজের আয়কর দিতে মেলায় এসেছেন বেসরকারী চাকরিজীবী ফরিদ সিকদার। এর আগেও বার দুয়েক এসে ছিলেন। নিজ অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, কর দেয়া নাগরিক দায়িত্ব। আমাদের করের টাকায় দেশের উন্নয়ন হয়। এবারের মেলায় আয়কর সংক্রান্ত সব ধরনের ফরম বিনামূল্যে দেয়া হচ্ছে। করদাতাদের বিনা ভাড়ায় যাতায়াত সুবিধার জন্য রাজধানীর টিএসসি, বেইলি রোড, মিরপুর-২ ও উত্তরা থেকে ১৩টি শাটল বাস নিয়োজিত রয়েছে। এছাড়া এবার মেলার বাড়তি আকর্ষণ করদাতাদের রিটার্ন দাখিলের সঙ্গে সঙ্গে ইনকাম ট্যাক্স আইডি কার্ড ও ইনকাম ট্যাক্স পেয়ার স্টিকার প্রদান। প্রথমবারের মতো ঢাকা ও চট্টগ্রামের মেলায় এ কার্ড ও স্টিকার দিচ্ছে এনবিআর। এটি এনবিআরের নতুন উদ্ভাবন।
×