ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

উত্তরায় পার্কের জায়গায় রাজউকের প্লট বরাদ্দের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৫:০৮, ৫ নভেম্বর ২০১৭

উত্তরায় পার্কের জায়গায় রাজউকের প্লট বরাদ্দের প্রতিবাদে মানববন্ধন

১৩নং সেক্টর একটি জনবহুল আবাসিক এলাকা। চারদিকে এভিনিউ (কমার্শিয়াল এলাকা) পরিবেষ্টিত এ সেক্টরটির কেন্দ্রস্থলে একটি বড় খেলার মাঠ এবং মহিলা পার্ক রয়েছে। সেক্টরবাসী অত্যন্ত উৎফুল্লের সঙ্গে এ মাঠ এবং পার্ক ব্যবহার করে আসছে। ২০১১ সালে ঐ জায়গাটিকে কয়েকটি প্লটে বিভক্ত করে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে বরাদ্দ প্রদান করা হয় কিন্তু ঐ জায়গাটি পার্কেরই অংশ বিশেষ বিধায় পার্কটিকে সম্প্রসারণ করে শিশুদের জন্য সংরক্ষণ করার ব্যবস্থা নেয়ার পক্ষে সেক্টরবাসীর মত থাকায় ঐ সকল প্লট বরাদ্দের প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে সেক্টরবাসী। রাজউক ঐ খালি জায়গাটিকে আবার কমার্শিয়াল প্লট হিসেবে বরাদ্দ দেয়ার প্রক্রিয়া শুরু করেছে। সেক্টরবাসীর দাবি সত্ত্বেও শিশুপার্ক স্থাপনের বিষয়টিকে গুরুত্ব না দিয়ে বাণিজ্যিক প্লটে রূপান্তরের প্রক্রিয়া শুরু করে। অন্যদিকে সেক্টরে পানির অভাব গুরুতর। জায়গার অভাবে ডিপ-টিউবওয়েল স্থাপন করা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে রাজউকের কাছে বারবার প্রচেষ্টা নিয়েও ডিপ-টিউবওয়েল স্থাপনের জায়গার বরাদ্দ পাওয়া যায়নি। উপায়ান্তর না দেখে সেক্টরবাসী ৪ অক্টোবর এক বিশাল মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, সেক্টরের কেন্দ্রস্থলে বাণিজ্যিক স্থাপনা সৃষ্টি করে নির্মল পরিবেশকে বিনষ্ট করে, শিশুদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে বাণিজ্যিক স্থাপনা প্রতিষ্ঠিত করা ন্যক্কারজনক ঘটনা। এতে আরও বক্তব্য রাখেন কমিটির আহ্বায়ক মোঃ লুৎফর রহমান তালুকদার, উত্তরা এ্যাসোসিয়েশনের সভাপতি ও ১৩নং সেক্টর কল্যাণ সমিতির সহসভাপতি আলহাজ মোঃ হারুন অর রশিদ (বীর মুক্তিযোদ্ধা), সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান, বাপার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন, গ্রিন ভয়েজের সিইও মোঃ আলমগীর কবির, কল্যাণ সমিতির সদস্য মোঃ সাইদুল ইসলাম বাদল, জুবাইর আব্দুল্লাহ নাসিম, কাজী আসমা হক, শাহনাজ পান্না, মোঃ মুমতাজুল করিম, কাউন্সিলর শাহনাজ পারভীন মিতু, শওকত চৌধুরী টিপু ও সমিতির সভাপতি ব্রিগেডিয়ার মোঃ জাহিদ হোসেন (অব), রুমা আজাদ, সভাপতি উত্তরা পশ্চিম থানা মহিলা আওয়ামী লীগ সাংসদ এবং সাবেক ডাক, তার ও টেলিযোগাযোগ ও স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন প্রমুখ। -বিজ্ঞপ্তি।
×