ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউ ক্যান্টিন থেকে দুর্গন্ধ ছড়ানোর কিনারা হয়নি

প্রকাশিত: ০৫:০৭, ৫ নভেম্বর ২০১৭

বিএসএমএমইউ ক্যান্টিন থেকে দুর্গন্ধ ছড়ানোর কিনারা হয়নি

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার রহস্যের আজও কিনারা হয়নি। যদিও ক্যান্টিনের সাবেক মালিকের অভিযোগ, মেডিক্যাল বিশ্ববিদ্যালয়টির সেবার মান নিয়ে সরকার ও কর্তৃপক্ষকে প্রশ্নের মুখে ফেলতেই পরিকল্পিতভাবে বাবুর্চির মাধ্যমে ক্যান্টিনে গরুর নাড়িভুড়ি রেখে দুর্গন্ধ ছড়ান হয়েছিল। এর সঙ্গে একমত পোষণ করে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন ক্যান্টিনের পরিচালক আলী হোসেন। ক্যান্টিনটির সাবেক পরিচালক জাহিদ হোসেনের অভিযোগ, ২০১৬ সালের ২৪ মার্চ থেকে তিনি ক্যান্টিনটি চালাচ্ছিলেন। মেডিক্যাল বিশ্ববিদ্যালয়টির সেবার মান নিয়ে প্রশ্ন তুলতেই পরিকল্পিতভাবে বাবুর্চির যোগসাজশে একটি গোষ্ঠী ক্যান্টিনে পচা গরুর নাড়িভুরি প্রবেশ করায়। এরপর দুর্গন্ধ ছড়িয়ে পড়লে তাকে ক্যান্টিন পরিচালনা থেকে অব্যাহতি দেয়া হয়। এতে করে তার যতটুকু ক্ষতি হয়েছে, তার চেয়েও বেশি ক্ষতি হয়েছে সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এই ক্ষতি অপূরণীয়। কিন্তু লাভ হয়েছে সরকার ও রাষ্ট্র বিরোধী গোষ্ঠীগুলোর। কর্তৃপক্ষের ভেতরে থাকা সরকার বিরোধী কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে প্রায় দেড় লাখ টাকায় ক্যান্টিনটি ভাড়া দেয়া হয়। দেড়লাখ টাকার মধ্যে অসাধু কর্মকর্তারাও কিছুটা পায়। ভাড়ার টাকা আদায় করতে গিয়ে ক্যান্টিনের খাবারের মান দিন দিন খারাপের দিকে যাচ্ছে। যা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়টির দুর্নাম বয়ে আনছে। যদিও এমন অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ক্যান্টিনটির বর্তমান পরিচালক আলী হোসেন। তিনি জনকণ্ঠকে বলেন, পরিকল্পিতভাবে সরকার ও প্রতিষ্ঠানের দুর্নাম ছড়িয়ে দিতে পচা গরুর নাড়িভুরি বাবুর্চির মাধ্যমে ক্যান্টিনে প্রবেশ করানো অসম্ভব নয়। এ বিষয়ে তিনি সজাগ রয়েছেন। ক্যান্টিনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
×