ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে অপহৃত শিশুসহ অপহরণকারী গ্রেফতার

প্রকাশিত: ০৪:৩৯, ৫ নভেম্বর ২০১৭

রাজধানীতে অপহৃত শিশুসহ অপহরণকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর তেজগাঁও এলাকা থেকে অপহৃত শিশুসহ রুবেল নামে এক অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শিশুটি গুলশানের পুলিশ প্লাজা থেকে অপহৃত হয়। পরে শুক্রবার রাত ৩টার দিকে তিব্বত ফ্লাইওভার তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে অক্ষত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী রুবেল পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশ তাকে গুলি করে। পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। রুবেল পুলিশ প্রহরায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ প্লাজা শপিং মল হতে ওই শিশুটিকে অপহরণ করে রুবেল। পরে শিশুটির বাবা মুজিবুর রহমানের কাছে ১০ লাখ টাকা দাবি করে সে। শিশুর বাবা থানায় অভিযোগ করেন। ডিবি পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাত ৩টার দিকে তিব্বত ফ্লাইওভার তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে অক্ষত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী রুবেল পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশ তাকে গুলি করে। পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। রাতেই ডিবি পুলিশ গুলশান থানায় অপহরণকারী ও শিশুটিকে হস্তান্তর করে। গৃহকর্মীর আত্মহত্যা রাজধানীর কলাবাগানে থাইমা ত্রিপুরা (১৫) নামে এক আদিবাসী গৃহকর্মী আত্নহত্যা করেছে। মৃতের বাবার নাম সাধূ ত্রিপুরা। গ্রামের বাড়ি বান্দরবান জেলার নারিকেলছড়ি থানার মুনসুরী গ্রামে। শনিবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু রাজধানীর ডেমরার একটি মাদ্রাসার ছাদ থেকে পড়ে আরিফুল ইসলাম (১০) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত আরিফুল নরাইবাগ ইসলামিয়া মক্তব বিভাগের ছাত্র ছিল। গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতা নাগেরবাগে। এদিকে শনিবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান।
×