ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সংস্কৃতি সংবাদ

মঞ্চনাটকের উৎসবে দীপ্যমান ইতিহাসের মহানায়কেরা

প্রকাশিত: ০৪:৩৯, ৫ নভেম্বর ২০১৭

মঞ্চনাটকের উৎসবে দীপ্যমান ইতিহাসের মহানায়কেরা

স্টাফ রিপোর্টার ॥ তারা সবাই ইতিহাসের কালজয়ী ব্যক্তিত্ব। সমাজ-সংস্কৃতি থেকে রাজনীতিতে অনবদ্য ছিল তাদের বিচরণ। সেই কালোত্তীর্ণ চরিত্রগুলোকে আশ্রয় করে শুরু হচ্ছে ভিন্নধর্মী মঞ্চনাটকের উৎসব। ইতিহাসের সাত মহানায়ককে উপজীব্য করে নির্মিত সাত নাটক নিয়ে সাজানো আয়োজন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বাউলসাধক লালন সাঁই, ব্রিটিশবিরোধী বিপ্লবী সূর্যসেন, মহাত্মা গান্ধী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও গৌতম বুদ্ধ এমন মহামানবদের বর্ণময় জীবনের প্রতিচ্ছবি মেলে ধরেছে প্রযোজনা। সেসব নাটক নিয়ে শনিবার থেকে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে শুরু হলো সপ্তাহব্যাপী নাট্যোৎসব ‘ইতিহাসের মহানায়কেরা’। ঢাকার পাঁচটি, চট্টগ্রামের একটি এবং ভারতের পশ্চিমবঙ্গের একটিসহ সাত নাট্যদলের সাতটি নাটকে সজ্জিত উৎসবটির আয়োজক ইউনিভার্সেল থিয়েটার। সহযোগিতায় রয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি। শনিবার সন্ধ্যায় উৎসব উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন আইটিআইয়ের সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার, আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আখতারুজ্জামান ও পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহম্মেদ গিয়াস। উৎসব আয়োজক পর্ষদের আহ্বায়ক পুলক রাহার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সেল থিয়েটারের সভাপতি আজিজুল পারভেজ। উদ্বোধনী বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন, জীবনীনির্ভর নাটক খুব কম হয়। কাজটি খুব সহজও নয়। চলচ্চিত্রে আমরা এ ধরনের কাজ অনেক দেখলেও মঞ্চে এ কাজটি করা খুব কঠিন। তারপরও এ ধরনের নাটক নির্মাণ হচ্ছে। এ নাট্যোৎসবটি নিঃসন্দেহে সাহসী উদ্যোগ, যেটি নতুন মাত্রা যোগ করেছে। রামেন্দু মজুমদার বলেন, প্রায় নাটকের উৎস হয়, যেখানে কোন বিষয় থাকে না এবং চলমান নাটকগুলো নিয়ে উৎসব হয়। সেদিক দিয়ে এ বিষয়ভিত্তিক নাটকের উৎসবের উদ্যোগটি চমৎকার। ইতিহাসের মহানায়কদের একত্রিত করে এ মঞ্চে হাজির করা হয়েছে। এ নাটকগুলোর কেন্দ্রে যে মহানায়করা রয়েছেন, তাদের জীবন ও দর্শনের নানা দিক উঠে আসবে। নাসির উদ্দীন ইউসুফ বলেন, মহানায়ক তারাই, যারা ইতিহাসের গতিপথ বদলে দিয়েছেন। যেমন বঙ্গবন্ধুর হাত দিয়ে একটি রাষ্ট্রের জন্ম হয়েছে। মহাত্মা গান্ধী ও গৌতম বুদ্ধ- এ দুই অসাধারণ মানুষ অহিংসার কথা বলে গেছেন। আজ মৌলবাদের এ উত্থানের সময়ে তাদের সাধনা হুমকির মুখে। এক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে পুরো বিশ্ব। সেদিক থেকে এমন একটি উৎসব জরুরী ছিল। মহাপুরুষদের দেখে বুঝে নিতে হবে আমাদের অবস্থান ও করণীয় সম্পর্কে। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে মঞ্চস্থ হয় কবিগুরু রবীন্দ্রনাথের জীবন আশ্রয়ী পালাকারের প্রযোজনা ‘বাংলার মাটি বাংলার জল’। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মঞ্চসারথি আতাউর রহমান। সাত দিনের উৎসবের দ্বিতীয় দিন আজ রবিবার মঞ্চস্থ হবে বাউলসাধক লালনকে নিয়ে থিয়েটারের নাটক ‘বারামখানা’। পান্থ শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ত্রপা মজুমদার। উৎসবের বাকি দিনগুলোয় মঞ্চস্থ হবে বিপ্লবী সূর্যসেনকে নিয়ে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি রেপার্টরির নাটক ‘সূর্যসেন’, বঙ্গবন্ধুকে নিয়ে লোক নাট্যদলের ‘মুজিব মানেই মুক্তি’, ১৯৪৬ সালে সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষাপটে মহাত্মা গান্ধীর নোয়াখালী সফর নিয়ে ইউনিভার্সেল থিয়েটারের নাটক ‘মহাত্মা’, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে আরণ্যক নাট্যদলের প্রযোজনা ‘এবং বিদ্যাসাগর’ এবং গৌতম বুদ্ধকে নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণী নাট্য ভাবনার নাটক ‘শ্রমণ’। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে ১০ নবেন্বর পর্যন্ত চলবে এ উৎসব। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় নাটকের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রাসঙ্গিক বিষয় নিয়ে সেমিনারের আয়োজন থাকবে উৎসবের শেষ দিন ১০ নবেম্বর শুক্রবার সকাল ১০টায় একাডেমির সেমিনার কক্ষে। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করবেন বিপ্লব বালা। গান কবিতা কথনে অক্টোবর বিপ্লবের শতবর্ষের উৎসব গানের সুরে বলা হলো মানব মুক্তির কথা। কবিতার দোলায়িত ছন্দে উচ্চারিত হলো শ্রমজীবী জনতার জয়গান। বক্তার কথনে ছিল বৈষম্যহীন সমাজ বিনির্মাণের প্রত্যয়। এভাবেই কল্যাণময় সময়ের প্রত্যাশায় বর্ণময় হলো ঐতিহাসিক অক্টোবর বিপ্লবের শতবর্ষ উদযাপনের আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে শনিবার থেকে শুরু হলো তিন দিনের সাংস্কৃতিক উৎসব। শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার বাতার্বাহ এ উৎসবের আয়োজক তিনটি সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত অক্টোবর বিপ্লব শতবর্ষ উদযাপন সাংস্কৃতিক পর্ষদ। হেমন্তের বিকেলে উৎসবের সূচনায় বের হয় বর্ণিল শোভাযাত্রা। ‘আমরা করব জয়’ গানের সুরে টিএসসি থেকে শাহবাগ সড়কদ্বীপে গিয়ে থামে পদযাত্রা। উদ্বোধনী আনুষ্ঠানিকতার শুরুতে গীত হয় সম্মেলক সঙ্গীত। অনেকগুলো কণ্ঠ এক সুরে গেয়ে ওঠে সর্বাহারার আন্তর্জাতিক সঙ্গীত ‘জাগো জাগো’। উদ্বোধনী আলোচনায় অতিথি ছিলেন অক্টোবর বিপ্লব শতবর্ষ উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ভাষাসংগ্রামী আহমদ রফিক ও অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। সভাপতিত্ব করেন সাংস্কৃতিক পর্ষদের আহ্বায়ক হায়দার আনোয়ার খান জুনো। প্রগতির সমাজ বিনির্মাণে সংস্কৃতির গুরুত্বের কথা উল্লেখ করে আহমদ রফিক বলেন, জাতি, রাষ্ট্র ও রাজনৈতিক পালাবদলে সাহিত্য ও সংস্কৃতির ভূমিকা অপরিসীম। গান, কবিতা ও মঞ্চনাটকের মাধ্যমে সমাজ পরিবর্তনের বার্তা দেয়া হয়। মানুষকে সহজেই আলোড়িত করে সাহিত্য ও শিল্প। অক্টোবর বিপ্লবের সূচনালগ্নেও শিল্প-সংস্কৃতিতে অনেক ভাল কাজ হয়েছে। উপমহাদেশেও সলিল চৌধুরী ও হেমাঙ্গ বিশ্বাসের গানের মাঝে উচ্চারিত হয়েছে প্রগতিশীল সাংস্কৃতিক চেতনা। সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, শিক্ষার কথা বলা হলেও মূলত সংস্কৃতিই হচ্ছে যে কোন জাতির আসল মেরুদ-। সভ্যতার পতন হতে পারে কিন্তু টিকে থাকে সংস্কৃতি। অক্টোবর বিপ্লবের মাধ্যমেও গড়ে উঠেছিল নতুন সংস্কৃতি। আর সে সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্য ছিল মন্যুষত্ব। অন্য আলোচকরা বলেন, অক্টোবর বিপ্লব রাশিয়া তথা সোভিয়েত ইউনিয়নে যে নতুন সমাজ ও সভ্যতা সৃষ্টি করেছিল তা কেবল বিশ্বের শোষিত-নিপীড়িত মানুষের মধ্যেই প্রেরণা সৃষ্টি করেনি, অনেক মহৎ ব্যক্তি, দার্শনিক, লেখক, কবি, শিল্পী, বৈজ্ঞানিক, বুদ্ধিজীবীকেও আকৃষ্ট করেছিল। সোভিয়েত বিপ্লব শুধুমাত্র উৎপাদন সম্পর্কের বা মালিকানার আমূল পরিবর্তন ঘটিয়ে মানুষের দ্বারা মানুষের শোষণের অবসান ঘটিয়েছিল তা-ই নয়; শিল্প, সাহিত্য, শিক্ষা, বিজ্ঞান, চিকিৎসা, ক্রীড়া সকল ক্ষেত্রেই অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছিল। হাফিজুর রহমান লাল্টু ও আমিরুল নুজহাত মনীষার সঞ্চালনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দলীয় নৃত্য পরিবেশন করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর নৃত্যশিল্পীরা। এরপর গণসঙ্গীত পরিবেশন করে চারণ। মাভৈ-এর গানের পর দলীয় সঙ্গীত নিয়ে মঞ্চে আসেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। এছাড়াও দলীয় সঙ্গীত পরিবেশন করে বিবর্তন ও গণশিল্পী সংস্থা। আবৃত্তি পরিবেশন করে স্বরব্যঞ্জন। পরিবেশিত হয় বটতলার নাটক ‘জতুগৃহ’ । সোমবার পর্যন্ত চলমান উৎসবে প্রতিদিন বিকেল ৪টা থেকে উৎসবের অনুষ্ঠানমালা শুরু হবে। এতে থাকবেÑ আলোচনা, সঙ্গীত, নাটক, আবৃত্তি, শিশুদের চিত্রাঙ্কন, আলোকচিত্র, চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীসহ নানা আয়োজন। দীপনপুরে নজরুলেরগান ও কবিতা মৌলীবাদীদের রোষানলে পড়ে খুন হন তরুণ প্রকাশক ফয়সল আরেফিন দীপন। এই প্রকাশকের স্মরণে রাজধানীর এলিফ্যান্ট রোডে প্রতিষ্ঠিত হয়েছে চেইন বুকশপ দীপনপুর। শনিবার এই বুকশপে অনুষ্ঠিত হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান ও কবিতা নিয়ে ‘প্রাঙ্গণে মোর’ শিরোনামের আয়োজন। যার আয়োজন করে সঙ্গীত চর্চা ও শিক্ষণের প্রতিষ্ঠান ‘বিভাস’। গতকালের আয়োজনে গান পরিবেশন করেন শিল্পী শারমিন সাথী ইসলাম ও কবিতা আবৃত্তি করেন তানভীর আহম্মেদ তমাল। এ ছাড়াও সম্মেলক কণ্ঠে জাতীয় কবির ‘মোমের পুতুল’ ও ‘রুমঝুম ঝুমঝুম’ গান দুটি গেয়ে শোনায় বিভাসের শিক্ষার্থীরা। শারমিন সাথী ইসলাম গেয়ে শোনান ‘রসঘন শ্যাম কল্যাণ সুন্দর’, ‘পাষাণের ভাঙালে ঘুম’, ‘আমার কোন কূলে আজ’, ‘সাঁঝের পাখি ফিরল’, ‘সৃজন ছন্দে আনন্দে’, ‘আবার ভালোবাসার সাধ জাগে’, ‘সখি আমি না হয় মান করেছি’। তানভীর আহম্মেদ তমাল আবৃত্তি করেন জাতীয় কবির ‘ক্ষমা করো হযরত’, ‘কুলি-মজুর’, ‘কবির মুক্তি’ ও ‘ভজন’।
×