ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খালেদার গাড়িতে হামলা

ঘটনার ৮ দিন পার হলেও গ্রেফতার হয়নি আসামি

প্রকাশিত: ০৪:৩৮, ৫ নভেম্বর ২০১৭

ঘটনার ৮ দিন পার হলেও গ্রেফতার হয়নি আসামি

নিজস্ব সংবাদদাতা ফেনী, ৪ নবেম্বর ॥ ফেনীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা মামলার ৮ দিন পার হলেও কোন আসামি গ্রেফতার হয়নি। খালেদা জিয়া ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে ফেনীর ফতেপুরে গাড়ি বহরের পেছনে থাকা সংবাদ মাধ্যমের গাড়িতে হামলা ও গাড়ি ভাংচুর করে সন্ত্রাসীরা। ঘটনার সময় ওই এলাকার দায়িত্বে থাকা পুলিশের পক্ষ থেকে ফেনী কোর্ট ইন্সপেক্টর এ কে এম নজিবুল ইসলাম ঘটনার ৪ দিন পর বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে ৩৫/৩০ জন অজ্ঞাতনামা আসামি উল্লেখ করা হয়। এ ঘটনার ৮ দিন পার হলেও কোন আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ। অপরদিকে বেগম খালেদা জিয়া কক্সবাজার থেকে ঢাকা ফেরার পথে ফেনীর মহিপালে তার গাড়ি বহরের পেছনে পেট্রোলবোমা হামলা ও ২ টি বাস জ্বলে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার পরদিন ফেনী মডেল থানার সাব ইনেসপেক্টর নুর উদ্দিন বাদী হয়ে ২৯ জন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীর নাম উল্লেখ করে ২৫/৩০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করে। এ মামলা প্রথম দিন ৬ জন, পরের দির ২৪ জনকে আটক করলেও আদালতে পাঠানো হয় ১৩ জন। দুই দিনের (৬+১৩) ১৯ জনকে আদালতে পাঠানো হলে আদালত সকলকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ মামলয় ২২ জনকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্য থেকে সদর থানা ফজিলপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নুরে সালাম মিলন ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। এ মামলায় ফেনী করাগারে থাকা ১৮ জনের ৫ দিন করে রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ। রবিবার রিমান্ডে আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
×