ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নবীনগর থানার ওসির অপসারণ দাবি

প্রকাশিত: ০৪:০৪, ৫ নভেম্বর ২০১৭

নবীনগর থানার ওসির অপসারণ দাবি

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অপসারণ চেয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলার কৃষ্ণনগরের আশ্রাফপুর গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এ বিষয়ে গ্রামবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ফায়জুল হক। এ সময় তিনি বলেন পূর্ব বিরোধের জের ধরে ৯ অক্টোবর আশ্রাফপুর গ্রামের মেম্বার বাড়ির আমজাদ হোসেন ওরফে আমজাদ মোল্লার নেতৃত্বে অজি বাড়ি ও সাব বাড়ির শতাধিক ঘরবাড়িতে হামলা ও লুটপাট চালায়। এ অবস্থার কারণে গ্রামের মানুষগুলো এখন মানবেতর জীবন যাপন করছে। এই ঘটনায় নবীনগর থানায় ৮২ জনকে আসামি করে মামলা দায়ের করলে এর দুদিন পর ১৪ অক্টোবর মেম্বার বাড়ির আক্তার হোসেন বাদী হয়ে আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা কাউন্টার মামলা দায়ের করে। নবীনগর থানার ওসি উদ্দেশ্যমূলকভাবে কোন তদন্ত ও যাচাইবাছাই ছাড়াই বিস্ফোরক আইনে মামলা রেকর্ড করে। সংবাদ সম্মেলনে ওসি আসলাম সিকদারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এবং বিভিন্ন সময় লোকজনকে নানা হুমকিসহ গুলি করে মারার অভিযোগ আনেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় শান্তি প্রতিষ্ঠাকল্পে ওসির দ্রুত অপসারণের দাবি জানানো হয়। পাথরঘাটায় ২৫ জেলের জেল জরিমানা সংবাদদাতা,পাথরঘাটা,বরগুনা,৪ নবেম্বর ॥ জাটকা সুরক্ষা অভিযানে বরগুনার পাথরঘাটায় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে জাটকা ইলিশ শিকার করার অপরাধে ২৫ জেলেকে আটক করেছে পুলিশ। তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ১৪ জনকে ১৫ দিনের কারাদন্ড এবং ১৮ বছরের নিচে ১১ জেলের প্রত্যেককে এক হাজার করে টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের জেল দেয়া হয়েছে । পাথরঘাটা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও হুমায়ুন কবির এ রায় ঘোষণা করেন। শুক্রবার রাতে পাথরঘাটা থেকে ১৫ কিলোমিটার দক্ষিণে টেকদিয়া নামক এলাকা থেকে দুটি ট্রলার ভর্তি ২০ মণ জাটকাসহ জেলেদের আটক করা হয়।
×