ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়ায় শিশুসন্তানসহ সেনাসদস্য নিহত

প্রকাশিত: ০৪:০২, ৫ নভেম্বর ২০১৭

বগুড়ায় শিশুসন্তানসহ সেনাসদস্য নিহত

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শনিবার বিকেলে বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন সেনাসদস্য ও তার ছেলে নিহত হয়েছেন। তারা হলের বগুড়া সেনানিবাসের কর্পোরাল নজরুল ইসলাম (৩৪) ও তার চার বছরের ছেলে নাফিউল ইসলাম। সেনাসদস্য নজরুল ইসলাম তার স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলযোগে বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন। ঢাকাগামী একটি কোচের ধাক্কায় চলন্ত মোটরসাইকেল ছিটকে পড়লে ঘটনাস্থলেই সেনাসদস্য ও তার ছেলে মারা যায়। স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় সমন্বিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সাতক্ষীরায় মা নিহত ছেলে আহত স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নাজমা খাতুন নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ওই গৃহবধূর ছেলে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার আশাশুনি সড়কের ভালুকাচাঁদপুর মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নাজমা খাতুন ভালুকাচাঁদপুর গ্রামের আবুল কাসেমের স্ত্রী। স্থানীয়রা জানান, মোটরসাইকেলে ছেলেকে সঙ্গে নিয়ে নাজমা খাতুন সাতক্ষীয় আসার পথে ভালুকাচাঁদপুর মোড়ে পিছন দিক থেকে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে নাজমা মারা যায়। তার ছেলে মারাত্মক আহত হয়। আহত ছেলেকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিনাজপুরে ৫ নারী-পুরুষ স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, বীরগঞ্জ উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৭ জন। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলার শালবন এলাকায় শনিবার সকাল সাড়ে ৬টায় প্রথম দুর্ঘটনা ঘটে। দ্বিতীয় ঘটনাটি ঘটে সকাল ১০টায় বীরগঞ্জ উপজেলার বুড়িরহাটে। নিহতরা হলেন, নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের ছিরাবাদী গ্রামের রমানন্দ রায়ের ছেলে অমূল্য চন্দ্র রায় (৬০), মৃত নিপু চন্দ্র রায়ের ছেলে হাবু রাম রায় (৬০), লক্ষ্মীকান্ত রায়ের স্ত্রী রঙ্গিলা বালা রায় (৫৫) ও সুশীল চন্দ্র রায়ের স্ত্রী সুশীলা রানী রায় (৪৫) এবং দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের বড়কালা গ্রামের খায়রুল ইসলাম (৩০)। নিহত অমূল্য রায়ের ছেলে গিরিশ রায় জানান, নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের ছিরাবাদী গ্রাম হতে ৪টি ব্যাটারিচালিত ভ্যান নিয়ে ১৫ জন শুক্রবার রাত ১২টায় কাহারোল উপজেলার ঐতিহাসিক কান্তজিউ প্রাঙ্গণে রাস পূর্ণিমার উৎসবে যোগ দেয়ার উদ্দেশে রওনা হন। সকাল সাড়ে ৬টায় বীরগঞ্জ উপজেলার বীরগঞ্জ শহরের শালবন এলাকায় পৌঁছেলে, বিপরীতগামী একটি মিনি ট্রাক দুটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জন পুরুষ ও ২ নারী নিহত হন। আহত হন অপর ৭ জন। আহতদের উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে সকাল ১০টায় বীরগঞ্জ উপজেলার জয়নন্দ-বলেয়া সড়কের বুড়িরহাট এলাকায় ট্রাক ও পাওয়ার টিলারের সংঘর্ষে পাওয়ার টিলারের চালক খায়রুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। বাউফলে ছাত্র নিজস্ব সংবাদদাতা বাউফল থেকে জানান, পৌর শহরের কাগুজীপুল এলাকায় শনিবার সকাল সাড়ে ১০টার দিকে টমটম চাপায় সাইজিদ আরেফিন (১৩) নামের ৭ম শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে। তার বাবার নাম সোহরাব হোসেন। সাইজিদ বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ৭ম শ্রেণীর ক শাখার ছাত্র ছিল। বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস গ্রামে তার বাড়ি। সাইজিদ শহরের গালর্স স্কুল রোড এলাকায় বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকত। জানা গেছে, ঘটনার দিন সকালে সাইজিদ তার বাবা সোহরাব হোসেনের সঙ্গে মোটরসাইকেলে বিলবিলাস যায়। বাবাকে বিলবিলাস ফাজিল মাদ্রাসায় নামিয়ে দিয়ে বাউফলে আসার পথে কাগুজীপুল এলাকায় স’ মিলের কাছে দুর্ঘটনার শিকার হন। সাইজিদ মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা একটি চাল বোঝাই টমটম তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মুন্সীগঞ্জে নারী যাত্রী স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখান উপজেলার নিমতলায় শনিবার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই রুমা বেগম (২৬) নামে এক নারী বাসযাত্রী নিহত হয়। আহত হয় কমপক্ষে ১৫ বাসযাত্রী। খবর পেয়ে বাসটি উদ্ধারে সেনাবাহিনী, দমকল কর্মী, থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা অংশ নেয়। নিহত রুমা বেগম ঢাকা জেলার দোহার উপজেলার মোকসেদপুর গ্রামের সামাদ ভুইয়ার মেয়ে। জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা দোহারগামী সেবা পরিবহন ও নগর পরিবহন বাস দু’টি প্রতিযোগিতা করে বেপরোয়া গতিতে চলছিল। মহাসড়কের নিমতলায় এসে সেবা পরিবহন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। এ সময় আহত হয় অন্তত ১৫ জন। আহতদের নিমতালা বসুমতি ও ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে । চট্টগ্রামে যুবক স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানান, শনিবার দুপুরে বন্দর এলাকায় মালবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের মধ্যবর্তী স্থানে চাপা পড়ে এক যুবক প্রাণ হারিয়েছে। তার নাম রিমন চন্দ্র দে (৩০)। তিনি ঢাকার একটি শিল্প গ্রুপে চাকরি করতেন। বন্দর থানা পুলিশ জানায়, বন্দরের এনসিবি গেট এলাকায় ট্রাক ও কাভার্ডভ্যানের মাঝখান দিয়ে অতিক্রম করার চেষ্টাকালে দু’যানের আড়াআড়িভাবে চাপা পড়ে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান। বান্দরবানে চালক নিজস্ব সংবাদদাতা বান্দরবান থেকে জানান, থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের সোনাখাল ঝিরিতে ট্রাক্টর উল্টে চালক নিহত হয়েছে। নিহত চালকের নাম মোঃ মহসিন (২৮)। জানা যায়, মহসিন বৃহস্পতিবার থেকে থানচির বলিপাড়ায় ট্রাক্টর চালিয়ে আসছিল। শনিবার সকালে ট্রাক্টর নিয়ে ফেরার পথে ভাঙ্গা রাস্তায় তার ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় তিনি ঘটনাস্থলে নিহত হন। মহসিনের বাড়ি কুমিল্লা জেলায়।
×