ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের জন্য প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছে ॥ মেনন

প্রকাশিত: ০৩:৫৭, ৫ নভেম্বর ২০১৭

রোহিঙ্গাদের জন্য প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছে ॥ মেনন

স্টাফ রিপোর্টার. সাতক্ষীরা ॥ বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, রোহিঙ্গাদের কারণে বাংলাদেশের পর্যটন খাতে কিছু সমস্যা দেখা দিয়েছে। পাহাড় ও বন ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে প্রাকৃতিক সৌন্দর্যও নষ্ট হচ্ছে। মিয়ানমারে জাতিগত নির্যাতন ও গণহত্যার শিকার রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দিয়েছে বাংলাদেশ উল্লেখ করে তিনি বলেন, তাদের আশ্রয় না দিলে তা হতো অমানবিক। তবে তাদের আশ্রয় দেয়ায় স্থানীয়ভাবে কিছু অভিঘাত আসবে। এরই মধ্যে উখিয়া ও টেকনাফ এলাকার জনসংখ্যা অপেক্ষা রোহিঙ্গাদের সংখ্যা বেশি হয়ে দাঁড়িয়েছে। মন্ত্রী শনিবার সাতক্ষীরা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য তুলে ধরেন। রাশেদ খান মেনন বিকেলে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অক্টোবর বিপ্লবের শত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। সংসদ সদস্য এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, অধ্যাপক ড. সুশান্ত দাস, মহিবুল্লাহ মোড়ল প্রমুখ । আলোচনা সভায় রাশেদ খান মেনন বলেন, রুশ বিপ্লব’র অনুপ্রেরণা বাংলাদেশের সব মানুষের। বাংলাদেশের বামপন্থীরা ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ সব রকম গণতান্ত্রিক আন্দোলনে বামপন্থীরাই ছিল অনুঘটকের ভূমিকায়। রুশ বিপ্লবের অনুপ্রেরণায় বাংলাদেশকে সমাজতন্ত্রের পথেই এগিয়ে যেতে হবে। সমাজতন্ত্র বিকল্প বাংলাদেশে কখনই গণতন্ত্রের পূর্ণ বিকাশ হবে না।
×