ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে ৭ ফায়ার স্টেশন চালু নিয়ে জটিলতা

প্রকাশিত: ০৩:৫৭, ৫ নভেম্বর ২০১৭

বরিশালে ৭ ফায়ার স্টেশন চালু নিয়ে জটিলতা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ অগ্নিকান্ড থেকে যানমাল রক্ষায় বরিশালের বিভিন্ন জেলা ও উপজেলায় নির্মাণ করা হয়েছে একাধিক ফায়ার সার্ভিস স্টেশন। কোটি কোটি টাকা ব্যয়ে এসব স্টেশনের নির্মাণ কাজ শেষে কয়েকটিতে জনবল নিয়োগ এবং যানবাহন বরাদ্দ দেয়া হলেও রহস্যজনক কারণে তা চালু হচ্ছে না। ফলে বিভাগের এমন সাতটি ফায়ার স্টেশনের কাজ শেষ হওয়া সত্ত্বেও সেবা পাচ্ছেন না সাধারণ মানুষ। এ কারণে ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স এবং গণপূর্ত বিভাগ একে অপরকে দোষারোপ করে যাচ্ছে। এমন বাস্তবতায় নির্মাণ কাজ শেষ হলেও ফায়ার সার্ভিস স্টেশন চালু না হওয়ায় উন্নয়ন ও সমন্বয় সভায় ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রতিনিধিরা। জানা গেছে, বিভাগে ৩০টি ফায়ার স্টেশনের মধ্যে ছয়টির অবস্থান বরিশাল জেলায়। কয়েক বছর আগে নতুন করে বিভাগের বিভিন্ন জেলায় সাতটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ কাজ শুরু করা হয়। ওসব ফায়ার স্টেশনের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। জনবল ও যানবাহনও বরাদ্দ দিয়েছে প্রধান কার্যালয়। খোঁজ নিয়ে জানা গেছে, জেলার বাবুগঞ্জে দুই বছর পূর্বে ফায়ার স্টেশনের নির্মাণ কাজ শেষ করা হয়। ছয় মাস পূর্বে ওই স্টেশনের জন্য গাড়ি বরাদ্দ দেয়া হয়েছে। কিন্তু তার পরেও রহস্যজনক কারণে চালু হচ্ছে না স্টেশনটি। সূত্র মতে, বাকেরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের জন্য ছয় মাস পূর্বে ১৫ লোক নিয়োগ ও একটি গাড়ি বরাদ্দ দেয়া হয়। কিন্তু স্টেশনটি হস্তান্তর না করার কারণে এখনও চালু হচ্ছে না।
×