ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রেমিকার লাশ সাত টুকরো

আমতলীতে দুটি চাপাতি উদ্ধার ॥ মোটরসাইকেল জব্দ

প্রকাশিত: ০৩:৫৭, ৫ নভেম্বর ২০১৭

আমতলীতে দুটি চাপাতি উদ্ধার ॥ মোটরসাইকেল জব্দ

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৪ নবেম্বর ॥ আমতলীতে চাঞ্চল্যকর কলেজছাত্রী মালা আকতারকে সাত টুকরো করে হত্যা মামলার অন্যতম আসামি আইনজীবী মাইনুল আহসান বিপ্লবের বাসা সংলগ্ন পুকুর থেকে হত্যাকান্ডে ব্যবহৃত দুটি চাপাতি উদ্ধার করেছে পুলিশ। বিপ্লবের দেয়া তথ্যে তার উপস্থিতিতে শনিবার দুপুরে এ চাপাতি উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। জানা গেছে, মালা আকতারকে গত ২২ অক্টোবর সন্ধ্যায় প্রেমিক আলমগীর হোসেন পলাশ তার আত্মীয় আইনজীবী মাইনুল আহসান বিপ্লবের বাসায় বেড়াতে নিয়ে আসে। তিন দিন ধরে পলাশ ওই বাড়িতে অবস্থান করে। গত ২৪ অক্টোবর মালা পলাশকে বিয়ের চাপ দেয়। কিন্তু পলাশ এতে রাজি হয়নি। এ নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায় ওই দিন দুপুরে আলমগীর হোসেন পলাশ মালা আকতারকে ধারালো অস্ত্র (বঁটি) দিয়ে কুপিয়ে মাথা, দু’হাত, দু’পা, গলার নিচ থেকে কোমর পর্যন্ত দু’টুকরো মোট সাত টুকরো করে হত্যা করে। ঘাতক পলাশ ও তার সহযোগীরা লাশ সাত টুকরো করে ওই বাসার গোসলখানায় দুটি ড্রামে ভরে লুকিয়ে রাখে। এ ঘটনায় সঙ্গে সম্পৃক্ত বাসার মালিক আইনজীবী মাইনুল আহসান বিপ্লবকে ওই দিন রাত সাড়ে ১০টার দিকে পুলিশ গ্রেফতার করে। শনিবার দুপুরে মাইনুল আহসান বিপ্লবের তথ্য মতে পুলিশ অভিযান চালিয়ে তার বাসার গোসলখানা সংলগ্ন পুকুর থেকে হত্যাকান্ডে ব্যবহৃত দুটি চাপাতি উদ্ধার করেছে। আইনজীবী মাইনুল আহসান বিপ্লব উপস্থিতিতে তার ব্যবহৃত মোটরসাইকেলটি পুলিনের গ্যারেজ থেকে পুলিশ জব্দ করে। আইনজীবী মাইনুল আহসান বিপ্লব বলেন, এ মোটরসাইকেলে করে মালা আক্তারকে ঘটনার দুইদিন আগে আমার বাসায় বেড়াতে নিয়ে আসি।
×