ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মহেশখালী-কক্সবাজার ফেরি রুট ॥ তিন যুগ পর ড্রেজিং শুরু

প্রকাশিত: ০৩:৫৪, ৫ নভেম্বর ২০১৭

মহেশখালী-কক্সবাজার ফেরি রুট ॥ তিন যুগ পর ড্রেজিং শুরু

নিজস্ব সংবাদদাতা, মহেশখালী, ৪ নবেম্বর ॥ দীর্ঘ তিন যুগ পরে হলেও অবশেষে মহেশখালী উপজেলার চার লাখ মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি মহেশখালী-কক্সবাজার ফেরিঘাটের ড্রেজিংয়ের কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে মহেশখালী খাল খনন ও ফেরি সার্ভিস চালু করতে সরকারের সংশ্লিষ্ট দফতরে দাবি জানিয়ে আসছিল মহেশখালীর কর্মরত সাংবাদিক, পেশাজীবী, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অবশেষে মহেশখালীতে খাল ড্রেজিং এবং ফেরি চালু করার ঘোষণা দেয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার থেকে ড্রেজিং শুরু করেছে বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহন অধিদফতরের দায়িত্ব প্রাপ্ত সোনালি ড্রেজার লিঃ। বি আই ডাব্লিউ টি এর সূত্রে জানায়, প্রাথমিক পর্যায়ে মহেশখালী দ্বীপের জেটি সংলগ্ন নদীর মুখ থেকে পশ্চিমমুখী হয়ে প্রায় দুই কিলোমিটার খাল ড্রেজিং করা হবে। ড্রেজিংয়ের পরে ফেরি কর্তৃপক্ষ টার্মিনাল ও আনুষাঙ্গিক স্থাপনা তৈরি করবে ? জানা যায়, কক্সবাজার জেলার সঙ্গে মহেশখালী দ্বীপের যোগাযোগের একমাত্র মাধ্যম মহেশখালী-কক্সবাজার নৌ-রুটে জীবন ঝুঁকি নিয়ে বোটে উঠে নদী পারাপার করছে নারী শিশুসহ সাধারণ মানুষ। এই জেটি ঘাঁটসংলগ্ন খাল দীর্ঘদিন পলি মাটি দ্বারা ভরাট হওয়ায় ভাটার সময় নারী পুরুষ, শিশু বৃদ্ধ, গর্ভবতী নারী ও অসুস্থ রোগীদের দুর্ভোগের অন্ত ছিল না। ফলে বারংবার সরকারের সংশ্লিষ্ট দফতরে মহেশখালীবাসীর প্রধান সমস্যা কক্সবাজার টু মহেশখালী নৌ রুটে খাল খনন ও ফেরি চালু ঘাঁট করার জন্য দাবি জানিয়ে আসছিল চার লাখ জনসাধারণ।
×