ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পটিয়ায় আওয়ামী লীগের পাল্টাপাল্টি সম্মেলন বন্ধের নির্দেশ

প্রকাশিত: ০৩:৫৪, ৫ নভেম্বর ২০১৭

পটিয়ায় আওয়ামী লীগের পাল্টাপাল্টি সম্মেলন বন্ধের নির্দেশ

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ৪ নবেম্বর ॥ আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপের পাল্টাপাল্টি সম্মেলন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। শনিবার দুপুর সাড়ে ১২টায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আনোয়ারা উপজেলায় স্মরণসভা চলাকালে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান ছাড়াও পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের সঙ্গে স্থানীয় সাংসদের বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে সাংসদের অনুসারী একটি গ্রুপ উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির ব্যানারে আগামী ১১ নবেম্বর সম্মেলনের আয়োজন করে। ওই সম্মেলনের আহবায়ক বানানো হয় দক্ষিণ জেলা আ’লীগের সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীকে।অপরদিকে, উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটি একই জায়গায় পাল্টা কর্মী সম্মেলনের ঘোষণা দেয়। পাল্টাপাল্টি কর্মসূচী ঘিরে কয়েকদিন ধরে এলাকায় উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। শনিবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর স্মরণসভায় এলে পটিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন দলীয় গ্রুপিং সংক্রান্ত ও অবৈধভাবে সম্মেলন করার বিষয়টি লিখিতভাবে উপস্থাপন করেন। এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিদ্ধান্ত দিয়েছেন আগামী ১১ নবেম্বর পটিয়ায় সম্মেলন প্রস্তুতি কমিটির ব্যানারে কোন সম্মেলন করা যাবে না। দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ এলাকায় বিশৃঙ্খলা করলে সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেয়া হবে বলে নেতৃবৃন্দ জানান।
×