ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তথ্য সরবরাহে ব্যর্থ

ভেনিজুয়েলার ওপর আইএমএফের নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৩:৫২, ৫ নভেম্বর ২০১৭

ভেনিজুয়েলার ওপর আইএমএফের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সঠিক সময়ে প্রয়োজনীয় অর্থনৈতিক তথ্য প্রদান না করায় ভেনিজুয়েলার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। শুক্রবার এই নিষেধাজ্ঞা জারি করা হয়। খবর এএফপি’র। এই নিষেধাজ্ঞা এমন একটি সময় আসল যখন ভেনিজুয়েলা সরকার তার দেশে আগামী ১৩ নবেম্বর ১৫ হাজার কোটি মার্কিন ডলারের মতো বিদেশী ঋণ সহায়তা পুনর্বিন্যাস বিষয়ে আলোচনার জন্যে ঋণদাতাদের সভা আহ্বান করেছে। ওয়াশিংটন ভিত্তিক ঋণদাতা সংস্থা আইএমএফ তার ১৮৯টি সদস্যের অর্থনৈতিক বিষয়াদির ওপর নজর রাখে। কিন্তু গত ১৩ বছর ধরে আইএমএফ ভেনিজুয়েলার বার্ষিক অর্থনৈতিক পর্যালোচনা করতে সক্ষম হয়নি। আইএমএফ বোর্ড আশা প্রকাশ করেছে, এই সিদ্ধান্তের পর সময় মতো ও নিয়মিত তথ্য সরবরাহের মাধ্যমে সংস্থার সঙ্গে দেশটির সম্পর্ক নতুন করে শুরু করার বিষয়ে ভেনিজুয়েলার কর্তৃপক্ষ উৎসাহিত হবে। নতুন এই সম্পর্কে ভেনিজুয়েলাসহ আন্তর্জাতিক সম্প্রদায়ও উপকৃত হবে।
×