ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সঙ্কুচিত হয়ে আসছে আইএসের খেলাফত

প্রকাশিত: ০৩:৫১, ৫ নভেম্বর ২০১৭

সঙ্কুচিত হয়ে আসছে আইএসের খেলাফত

সিরিয়া ও ইরাকে জঙ্গী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) নতুন করে এলাকার দখল হারাতে থাকায় সঙ্কুচিত হয়ে আসছে তাদের স্বঘোষিত খিলাফত। শুক্রবার ইরাক-সিরিয়া সীমান্তের মাত্র কয়েকটি শহরে আইএস খিলাফত সীমাবদ্ধ হয়ে পড়েছে। খবর ইয়াহু নিউজের। ইয়াহু নিউজ জানায়, দেশ দুটোতেই আইএস তাদের প্রায় অন্য সব এলাকার দখল হারানোর পর সীমান্তের শহরগুলোতে জঙ্গী গোষ্ঠীটির হাজার হাজার যোদ্ধা আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। সিরিয়ার অংশের সীমান্তে সরকারী বাহিনী আইএসের সর্বশেষ প্রধান ঘাঁটি দেইর আল-জোর শহরে বিজয় ঘোষণা করেছে। অন্যদিকে, ইরাকী অংশের সীমান্তে সরকারপন্থী বাহিনী বলেছে, তারা ইউফ্রেটিস (ফোরাত) উপত্যকায় সিরিয়ার সঙ্গেকার সর্বশেষ সীমান্ত ফাঁড়ি দখল করে নিয়েছে এবং কাছাকাছি আল-কাইম শহরে প্রবেশ করেছে। আল-কাইম হচ্ছে ইরাক সীমান্তে আইএসের সর্বশেষ ঘাঁটি। সীমান্তের উভয় পাশে আইএসের ওপর বোমা হামলা ও দু’পাশের স্থলবাহিনীকে সহায়তা করে আসা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনী বলেছে, আইএসের এখন মাত্র কয়েক হাজার যোদ্ধা অবশিষ্ট আছে। তাদের বেশিরভাগই আছে ইরাকী সীমান্তে আল-কাইম ও সিরিয়া অংশের আলবু কামাল শহরে। কোয়ালিশন বাহিনীর মুখপাত্র মার্কিন কর্নেল রায়ান ডিলান বলেন, আমরা এখন আশা করছি তারা পালিয়ে যাবে। তবে আমরা সে ব্যাপারে সজাগ রয়েছি। আইএস নেতাদের নির্মূল করতে যা কিছু করা সম্ভব তার সবই করব। আল-কাইম শহরে আইএসের এক হাজার পাঁচ শ’ থেকে দুই হাজার পাঁচ শ’ ও আলবু কামালে দুই হাজার থেকে তিন হাজার জঙ্গী থাকতে পারে বলে ধারণা প্রকাশ করেন ডিলান। তবে ইরাক-সিরিয়া দুই দেশের সরকার ও তাদের আন্তর্জাতিক সমর্থকরাই বলছে, আইএসের দখলে আর কোন এলাকা না থাকলে তারা গেরিলা হামলা চালাতে সক্ষম হয়ে উঠতে পারে এমন আশঙ্কা আছে।
×