ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেনগাজি হামলায় অভিযুক্ত ইমাম মার্কিন আদালতে

প্রকাশিত: ০৩:৪৯, ৫ নভেম্বর ২০১৭

বেনগাজি হামলায় অভিযুক্ত ইমাম মার্কিন আদালতে

বেনগাজিতে মার্কিন কূটনৈতিক কমপ্লেক্সে ২০১২ সালে এক হামলায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত এক লিবীয়কে শুক্রবার ওয়াশিংটনে এক ফেডারেল জজের আদালতে উপস্থিত করা হয়েছে। ওই হামলায় মার্কিন রাষ্ট্রদূতসহ ৪ আমেরিকান নিহত হন। খবর এএফপির। আমেরিকান কমান্ডোরা কয়েকদিন আগে লিবিয়ায় মুস্তাফা আল ইমাম নামের এই ব্যক্তিকে আটক করে। তার বয়স প্রায় ৪৬ বছর বলে কর্তৃপক্ষ জানিয়েছে। কমলা রঙের কারা ইউনিফরম পরিহিত আল ইমামকে অনুবাদকের মাধ্যমে তার বিরুদ্ধে আনীত কয়েকটি ফৌজদারি অভিযোগ আনুষ্ঠানিকভাবে শোনানো হয়। তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র নিয়ে ফেডারেল স্থাপনায় হামলা এবং এক ব্যক্তিকে হত্যার অভিযোগ রয়েছে। উপরন্তু সন্ত্রাসীদের প্রতি বস্তুগত সমর্থন এবং মারাত্মক অপরাধ সংঘটনে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগ প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। মামলায় উল্লেখ করা হয়, ২০১২ সালের ১১ সেপ্টেম্বর বেনগাজির কূটনৈতিক কমপ্লেক্সে যারা হামলা চালিয়েছিল তাদের সঙ্গে আল ইমাম ছিল। তারা এরপর মার্কিন রাষ্ট্রদূত ক্রিস স্টিভেন্স যে ভবনে অবস্থান করছিলেন সেটিতে অগ্নিসংযোগ করে।
×