ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তামিলনাড়ুতে টানা বর্ষণে বন্যা, মৃত ১২

প্রকাশিত: ০৩:৪৯, ৫ নভেম্বর ২০১৭

তামিলনাড়ুতে টানা বর্ষণে বন্যা, মৃত ১২

ভারতের তামিলনাড়ু রাজ্যে এক সপ্তাহেরও বেশি সময় ধরে শুরু হওয়া টানা বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রাজ্যের রাজধানী চেন্নাইয়ে আটজনসহ রাজ্যজুড়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এদের অধিকাংশের মৃত্যু হয়েছে বিদ্যুতস্পৃষ্ট হয়ে। খবর এনডিটিভির। রাজ্য সরকার জানিয়েছে, চেন্নাইসহ রাজ্যের উপকূলীয় এলাকাগুলোর বিভিন্ন অংশে শতাধিক ত্রাণশিবির খোলা হয়েছে যেগুলোতে ১০ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে। বৃষ্টির কারণে পাঁচদিন ধরে চেন্নাই ও রাজ্যের অন্যান্য উপকূলীয় শহরগুলোর স্কুল বন্ধ রাখা হয়েছে। শুক্রবার রাতে ব্যাপক বৃষ্টিপাতের পর শনিবার সকালেও চেন্নাইতে ভারি বৃষ্টিপাতের খবর দিয়েছে আবহাওয়া বিভাগ। শনিবার তামিলনাড়ুর উপকূলীয় এলাকাগুলোতে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। উত্তরপূর্ব মৌসুমি বায়ু আসার পর প্রথম সপ্তাহেই গড়পড়তা ৭৪ শতাংশ বৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত কেবল চেন্নাই শহরের কয়েকটি এলাকায় ১৪০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টির পরও চেন্নাইয়ের বেশিরভাগ এলাকার জমে থাকা পানি সরিয়ে ফেলা সম্ভব হলেও নিচু এলাকা ও শহরতলির কিছু অংশ জলাবদ্ধ হয়ে আছে।
×