ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ন্যুক্যাম্পে সেভিয়া পরীক্ষা বার্সিলোনার

প্রকাশিত: ০৬:২৪, ৪ নভেম্বর ২০১৭

ন্যুক্যাম্পে সেভিয়া পরীক্ষা বার্সিলোনার

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ লা লিগায় দারুণ ছন্দে আছে বার্সিলোনা। এখন পর্যন্ত ১০টি ম্যাচ খেলে জিতেছে ৯টিতেই, ড্র করেছে একটি ম্যাাচ। তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে নিজেদের সর্বশেষ ম্যাচে জিততে পারেনি কাতালানরা। গ্রীসের ক্লাব অলিম্পিয়াকোসের মাঠ থেকে গোলশূন্য ড্র করে ফেরেন মেসি, সুয়ারেজরা। এবার স্প্যানিশ লা লিগায় ছন্দ ধরে রাখার মিশন কাতালানদের। এ লক্ষ্যে আজ রাতে মাঠে নামছে তারা। ঘরের মাঠ ন্যুক্যাম্পে সেভিয়াকে আতিথ্য দেবে বার্সিলোনা। ম্যাচটি খুব একটা সহজ হবে না এটা বলাই যায়। কেননা বার্সা ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও সেভিয়া ১৯ পয়েন্ট নিয়ে আছে পাঁচ নম্বরে। এর আগে অনেকবারই বার্সাকে আটকে দিয়েছে সেভিয়া। তবে জিততে আত্মবিশ্বাসী আর্নেস্টো ভালভার্ডের দল। গতবার শিরোপা হারানো দলটি এবার পুনরুদ্ধার করতে মরিয়া। বার্সা কোচ ম্যাচের আগে বলেন, আমরা জয় ছাড়া কিছুই ভাবছি না। এ মুহূর্তে সুবিধাজনক অবস্থায় থাকলেও আমাদের আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। এদিকে রবিবার মাঠে নামবে চরম বাজে অবস্থার মধ্যে থাকা রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে বর্তমান চ্যাম্পিয়নরা আতিথ্য দেবে লাস পালমাসকে। আগের ম্যাচে দুর্বল জিরোনার কাছে ২-১ গোলে হেরেছে জিনেদিন জিদানের দল। শুধু তাই নয় এরপর চ্যাম্পিয়ন্স লীগে টটেনহ্যাম হটস্পারের কাছে বিধ্বস্ত হয়েছে ৩-১ গোলে। টানা দুই হারে বিধ্বস্ত রিয়ালের তাই এবার জয়ে ফেরার মিশন। আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে জয়ের বিকল্প দেখছেন না কোচ জিনেদিন জিদান। তিনি বলেন, আমরা বাজে সময়ের মধ্যে আছি। এটা কাম্য নয়। তবে আমাদের ছেলেদের সামর্থ্য আছে ফিরে আসার। আশা করছি সেটা করতে পারব। ফর্ম নিয়ে দুশ্চিন্তায় আছেন রিয়ালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। তবে সি আর সেভেনও দুশ্চিন্তা করছেন না। তিনি আশাবাদী ঠিকই দল ও তিনি নিজে ছন্দে ফিরবেন। বর্তমানে লা লিগায় শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনার চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে আছে জিনেদিন জিদানের দল। জানুয়ারির পর এই প্রথম টানা দুই ম্যাচে হেরেছে তারা। তবে তাতে ঘাবড়ে যাওয়ার মতো কিছু দেখছেন না জিদান। একই অভিমত রোনাল্ডোরও। তিনি বলেন, আমরা বাজে একটি অবস্থায় আছি। আমরা এটা পরিবর্তন করতে চাই আর সেটাই আমাদের করতে হবে। আমরা (মৌসুমের) শুরুর দিকে আছি। শেষে কি হয় সেটাই বিবেচ্য। উন্নতি করার অনেক সময় আছে। আমি নিশ্চিত, আমরা তা করতে পারব। পর্তুগীজ তারকা বলেন, কিছুই ঘটেনি, শুধু সময়গুলো বাজে। আমরা সবসময় সঠিক থাকতে পারব না। আমাদের শান্ত হতে হবে। আমি মনে করি না দল এতটা বাজে খেলছে। এটা কখনই সঙ্কট নয়। আমরা তিন-চারটা ম্যাচ হারতে পারি। কিন্তু কখনই তা সঙ্কট নয়। আমরা যা করেছি আপনি তা ভুলে যেতে পারেন না। ছন্দে না থাকায় রোনাল্ডোকে নিয়ে আবারও সমালোচনায় মেতে উঠেছেন নিন্দুকেরা। জবাবও দিয়েছেন নিজের মতো করে। পাঁচবারের ফিফা বর্ষসেরা এই ফুটবলার সমালোচকদের মনে করিয়ে দিলেন নিজের আগের গোলগুলোর কথা। রোনাল্ডো এ প্রসঙ্গে বলেন, এখন ভাল একটি পারফর্মেন্সে আপনার মূল্যায়ন হয় না। বিবেচ্য হয় কেবল গোল, গোল আর গোল। আমার পরিসংখ্যান নিয়ে আমি কথা বলব না। আপনি গুগলে যান, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোল লিখে সার্চ করুন। সেখানেই সব আছে। এটা (গোল করা) আমাকে মোটেও ভাবায় না। আশা করছি দ্রুতই সবকিছু ঠিক হয়ে যাবে।
×