ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টি২০ আজ

প্রকাশিত: ০৬:২৩, ৪ নভেম্বর ২০১৭

ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টি২০ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ দিল্লীর সাফল্যটা এসেছিল দারুণ উপলক্ষ হয়ে। আশীষ নেহরাকে শেষ আন্তর্জাতিক ম্যাচে তাকে জয় উপহার দিয়েছে বিরাট কোহলির দল। ৫৩ রানের বিশাল জয়ে নিজেদের টি২০ ইতিহাসে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম সাফল্যের স্বাদ পায় ভারত। আত্মবিশ্বাসী স্বাগতিকরা এবার এগিয়ে যেতে চায়। ওয়ানডে সিরিজে দারুণ ফাইট দেয়া অতিথিদের টি২০তে শুরুটা হয়েছে অত্যন্ত বাজে। ভুল শুধরে আজ ঘুরে দাঁড়াতে মরিয়া কেন উইলিয়ামসনের দল। রাজকোটে খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্য সাড়ে সাতটায়। নেহরার বিদায়ের রেশ কাটিয়ে জমাট লড়াই দেখার অপেক্ষায় অগণিত ক্রিকেটপ্রেমী মানুষ। সুপার কোহলি বলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো জয় পেয়েছি আমরা। এবার সিরিজও জিততে চাই। সেই সুযোগ এখন আমাদের সামনে। সুযোগ কাজে লাগানোর জন্য সেরা ক্রিকেটই খেলতে হবে। রাজকোটেও দল ভাল করবে বলে আশাকরি। যেমনটা দিল্লীতে করেছে সবাই। তিন বিভাগেই আমরা ভাল করেছিলাম। তাই পারফর্মেন্সের ধারাবাহিকতা অব্যাহত রেখে এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করতে চাই।’ ভারত অধিনায়ক আরও যোগ করেন, ‘নেহরার জন্যই ওই ম্যাচে জিততে চেয়েছিলাম আমরা। এ বিদায়ী সংবর্ধনা তাকেই মানায়। ১৯ বছর ভারতীয় ক্রিকেটের পেছনে বড় বড় অবদান সে রেখেছে। তার অবসর জীবনের জন্য শুভ কামনা রইলো।’ দিল্লীতে নেহরার বিদায়ী ম্যাচে উদ্বোধনী জুটিতে রোহিত শর্মা ও শিখর ধাওয়ান যোগ করেন ৯৮ বলে ১৫৮ রান। টি২০তে ভারতের হয়ে যা নতুন রেকর্ড। যার ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২০২ রানের বিশাল স্কোর গড়ে স্বাগতিকরা। রোহিত ও ধাওয়ান দু’জনই সমান ৮০ রান করে আউট হন। জবাবে ৮ উইকেটে ১৪৯ রান করতে সক্ষম হয় নিউজিল্যান্ড। ষষ্ঠবারের মতো মেকাবেলায় প্রথমবারের মতো কিউইদের বিপক্ষে সাফল্যের শেষ হাসি কোহলিদের। তাই সিরিজ জয়ের সুযোগও তৈরি হয়েছে তাদের। অধিনায়ক সেটিই জানিয়েছেন। আর প্রথম ম্যাচ বাজেভাবে হেরে সিরিজে টিকে থাকার লড়াইয়ে নামবে নিউজিল্যান্ড। ঘুরে দাঁড়ানোই কিউইদের একমাত্র লক্ষ্য। লক্ষ্য পূরণের কাজটা ভালভাবে করতে চান কেন উইলিয়ামসন। ব্লাক ক্যাপস অধিনায়ক বলেন, ‘সিরিজে আমরা পিছিয়ে পড়েছি। আমাদের ঘুরে দাঁড়াতে হবে। সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে জিততেই হবে। তাই দায়িত্ব ভালভাবে পালন করতে পারলে আমাদের লক্ষ্য পূরণ করা সম্ভব হবে। এখন আমাদের সামনে একটাই লক্ষ্য, সেটি হচ্ছে রাজকোটে জিতে সিরিজে সমতা আনা।’ সিরিজের প্রথম ম্যাচ হেরে আইসিসি টি২০ র‌্যাঙ্কিং-এর দ্বিতীয়স্থানে নেমে গেছে নিউজিল্যান্ড। শেষ দুই ম্যাচ জিতলে পাকিস্তানকে পেছনে ফেলে ফের শীর্ষে ফিরবে কিউইরা। আর শেষ দুই ম্যাচে জয় পেলে র‌্যাঙ্কিং-এ দ্বিতীয়স্থানে উঠে আসবে ভারত। আবার যদি ভারত ২-১ ব্যবধানে সিরিজ জেতে তাহলে পাকিস্তান শীর্ষে ও নিউজিল্যান্ড দ্বিতীয় স্থানেই থাকবে। সেক্ষেত্রে ভারত বর্তমান অবস্থানে, অর্থাৎ পাঁচেই থেকে যাবে। কোহলির নেতৃত্বে সব ফরমেটেই ভারত এখন দুর্দান্ত ক্রিকেট খেলছে। সিনিয়রদের পাশাপাশি হারদিক পা-িয়া, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, যুবেন্দ্র চাহালের মতো তরুণরা ম্যাচ জেতাচ্ছেন, এ নিয়ে দারুণ খুশি অধিনায়ক।
×