ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেষ আটে উঠেও নাম প্রত্যাহার নাদালের

প্রকাশিত: ০৬:২২, ৪ নভেম্বর ২০১৭

শেষ আটে উঠেও নাম প্রত্যাহার নাদালের

স্পোর্টস রিপোর্টার ॥ টেনিস কোর্টে দুর্দান্ত একটা মৌসুম পার করলেন রাফায়েল নাদাল এবং রজার ফেদেরার। শুরু থেকে শেষ পর্যন্তই দাপট দেখালেন তারা। সাংহাই মাস্টার্সের ফাইনালে রজার ফেদেরারের কাছে হেরেছিলেন নাদাল। সেই ম্যাচে ডান হাঁটুতে চোট পেয়েছিলেন স্পেনের এই টেনিস তারকা। যে কারণেই বাসেল ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি। কিন্তু ইনজুরি নিয়েও প্যারিস মাস্টার্সে খেলা চালিয়ে যাচ্ছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকা। খেলছেনও দুর্দান্ত। অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়ে ইতোমধ্যেই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন তিনি। কিন্তু হাঁটুর ইনজুরির কারণে নাম প্রত্যাহার করে নেন নাদাল। বৃহস্পতিবার প্যারিস মাস্টার্সের শেষ ষোলোর ম্যাচে রাফায়েল নাদাল ৬-৩, ৬-৭ (৫/৭) এবং ৬-৩ গেমে পরাজিত করেন পাবলো কুয়েভাসকে। এই টুর্নামেন্টের শিরোপা নিজের শোকেসে তুলতে পারলেই নতুন এক মাইলফলক স্পর্শ করবেন নাদাল। মাস্টার্স ১০০০ ইভেন্টে সবচেয়ে সফল খেলোয়াড়ের তকমাটা গায়ে মাখবেন তিনি। সেজন্য নাদালের প্রয়োজন আর মাত্র তিন জয়। প্যারিস মাস্টার্সের শেষ আটে নাদালের প্রতিপক্ষ এখন ফিলিপ ক্রাজিনোভিচ। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ৭৭ নাম্বারে থাকা এই খেলোয়াড় শেষ ষোলোতে ৬-৪ এবং ৬-১ গেমে পরাজিত করেন নিকোলাস মাহুতকে। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেলে চলতি মৌসুমের মিশন শুরু করেছিলেন নাদাল। দুটি গ্র্যান্ডস্লাম জয়ের পর ফিরে পেয়েছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও। শুধু তাই নয় বছরের শেষটাও রাজার বেশে খেলছেন এই স্প্যানিয়ার্ড। কেননা প্যারিস মাস্টার্সের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ জয়ের পর নিশ্চিত হয়ে যায় যে এক নাম্বারে থেকেই বছর শেষ করতে যাচ্ছেন ১৬টি গ্র্যান্ডস্লামের মালিক। এর ফলে চতুর্থবারের মতো র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করলেন নাদাল। এর আগে ২০০৮, ২০১০ এবং ২০১৩ সালেও এই কৃতিত্ব দেখিয়েছিলেন ক্লে কোর্টের সম্রাট। এতে রোমাঞ্চিত নাদাল নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘অবশ্যই মৌসুমের শুরুতে এই ধরনের কোন লক্ষ্য ছিল না। এটা চিন্তা করাও অসম্ভব ছিল। বিশেষ করে ইনজুরির কারণে দীর্ঘদিন কোর্টে অনুপস্থিত থাকার পর ফিরে আসাটা যে কোন খেলোয়াড়ের জন্য কঠিন।’ নাদাল এ সময় আরও বলেন, ‘গত দুই বছরে বেশ কিছু ইনজুরি আমার ক্যারিয়ারকে হুমকির মুখে ফেলেছিল। কিন্তু সব বাধাকে পিছনে ফেলে আজ আমি এখানে। অবশ্যই আমি দারুণ খুশি। এটা আমার জন্য অনেক অর্থবহ। প্রথমবার যখন এই অবস্থানে থেকে বছর শেষ করেছিলাম তার থেকে প্রায় ১০ বছর পেরিয়ে গেছে।’ এ মাসের শেষের দিকেই শুরু হবে ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস। লন্ডনের সেই টুর্নামেন্টেও খেলতে দারুণ আত্মবিশ্বাসী নাদাল। ম্যাচের শেষে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি ১০০ ভাগ ঠিক আছি।
×