ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্যালিসের পাশে সিকান্দার রাজা

প্রকাশিত: ০৬:২১, ৪ নভেম্বর ২০১৭

ক্যালিসের পাশে সিকান্দার রাজা

স্পোর্টস রিপোর্টার ॥ ১১ রানের জন্য ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পাননি সিকান্দার রাজা। তবে পাকিস্তানী বংশোদ্ভূত প্রতিভাবান এ ক্রিকেটারের দারুণ অলরাউন্ড নৈপুণ্যের ওপর ভর করে ১২ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে স্মরণীয় এক ড্র করেছে জিম্বাবুইয়ে। একই সঙ্গে ‘হোয়াইটওয়াশ’ এড়িয়েছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে ব্যাট হাতে ৮০ রান করেন রাজা। এরপর স্পিন বোলিংয়ে নেন ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলের বিপর্যয়ের সময় ৮৯ রানের অনবদ্য ইনিংস খেলেন। এমন পারফর্মেন্স করে টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় কোন অলরাউন্ডার হিসেবে দুই ইনিংসে ৮০ কিংবা তার বেশি রান ও ৫ উইকেট নেয়ার অনন্য কৃতিত্ব দেখিয়েছেন তিনি। রাজার আগে টেস্টের ১৪০ বছরের ইতিহাসে প্রথম কোন অলরাউন্ডার হিসেবে যে কীর্তি ছিল কেবলই জ্যাক ক্যালিসের। দুর্দান্ত পারফর্মেন্সে দক্ষিণ আফ্রিকান কিংবদন্তির পাশে নাম লিখিয়েছেন রাজা। ১৯৯৯ সালে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই অনন্য সেই কীর্তি গড়েছিলেন ক্যালিস। সাবেক প্রোটিয়া তারকা অলরাউন্ডার প্রথমে ব্যাট করে ১১০ রানের ইনিংস খেলেন। এরপর বল হাতে ২ উইকেট নেন। পরের ইনিংসে ব্যাট করতে নেমে ক্যালিস করেন অপরাজিত ৮৮ রান। এরপর মিডিয়াম পেস বোলিংয়ে তুলে নেন ৫ উইকেট। তাতে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম কোন অলরাউন্ডার হিসেবে দুই ইনিংসে ৮০ কিংবা তার বেশি রান ও ৫ উইকেট শিকারের কীর্তি গড়েন। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে ক্যালিসের ১৮ বছর পর সিকান্দার রাজা এমন কীর্তি গড়লেন। এ সাফল্যই হয়তো রাজার আফসোস বাড়িয়ে দেবে। সেই ২০১৩ সালে টেস্টে অভিষেক। চার বছরে সাদা পোশাকে যে মাত্র ৯টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। ৯ টেস্টে ১টি সেঞ্চুরির বিপরীতে ৬টি হাফ সেঞ্চুরি রয়েছে তার। ৩১ বছর বয়সী রাজা গত জুলাইয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে। প্রতিকূল পরিবেশে খেলেছিলেন ১২৭ রানের অনবদ্য ইনিংস। সেঞ্চুরি ছাড়াও ৬টি অর্ধশত রানের ইনিংস খেলেছেন তিনি। তার মধ্যে পরুশু বুলাওয়েতে করলেন দ্বিতীয় সর্বোচ্চ ৮৯ রান। মাত্র ১১ রানের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দ্বিতীয় সেঞ্চুরিটি তুলে নিতে পারেননি। ৮৯ রানের মাথায় জেসন হোল্ডারের বলে সরাসরি বোল্ড হয়ে যান রাজা। ২০৩ বল খেলে ৬টি চার ও ১ ছক্কায় এই রান করেন তিনি। তার আগে প্রথম ইনিংসে করেন ৮০ রান। শুধু তাই নয়, বল হাতে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে পাঁচ-পাঁচটি উইকেট নিয়েছেন। যা তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে প্রথম পাঁচ উইকেট শিকার। ছোট দেশ বলে জিম্বাবুইয়ে খুব বেশি টেস্ট খেলার সুযোগ পায় না। নইলে ক্রিকেট বিশ্ব রাজার প্রতিভার ঝলক আরও বেশি করেই দেখতে পেত।
×