ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খাজা রহমতউল্লাহ্ নামে হকিস্ট্যান্ড

প্রকাশিত: ০৬:২০, ৪ নভেম্বর ২০১৭

খাজা রহমতউল্লাহ্ নামে হকিস্ট্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ৩২ বছর পর আন্তর্জাতিক আসর এশিয়া কাপ হকি সফলতার সঙ্গেই আয়োজন সম্পন্ন করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। তবে ফেডারেশনের নির্বাচন কিংবা প্রিমিয়ার হকির দলবদল কোনটিরই খবর নেই। এদিকে অপ্রত্যাশিতভাবে ইন্তেকাল করেছেন বাহফের সহ-সভাপতি খাজা রহমতউল্লাহ। সবমিলিয়ে সঙ্কটময় সময়েই আছে বাহফে। দলবদল নিয়ে আগামী মঙ্গলবার ক্লাবগুলোর সঙ্গে বসার কথা রয়েছে ফেডারেশনের। বাহফের সাধারণ সম্পাদক পদ নিয়ে নির্বাচনী অভিজ্ঞতা কখনই সুখকর ছিল না। আগের ১৪ সাধারণ সম্পাদকের মধ্যে ভোটে নির্বাচিত হয়েছেন মাত্র ৫ জন। এদের মধ্যে খন্দকার জামিল ও খাজা রহমতউল্লাহ পূর্ণ করতে পারেননি তাদের মেয়াদ। খাজা রহমতউল্লাহর সাধারণ সম্পাদক পদ নিয়েও কম জল ঘোলা হয়নি। কয়েকটি ক্লাবের বিরোধিতায় শেষ পর্যন্ত সাধারণ সম্পাদক আর সহ-সভাপতির পদে অদল-বদল করে কোন মতে সঙ্কট নিরসন হয়েছিল শেষবার। তাই এবার অন্য রাস্তায় চলতে চাইছে বাহফে। সাধারণ সম্পাদকের পদ বিলুপ্ত করে ৫ সহ-সভাপতির পদ সৃষ্টি করতে চায় তারা। সে লক্ষ্যে বিষয়টিকে তোলা হবে গভর্নিং বডির পরবর্তী সভায়। প্রিমিয়ার লীগ হকির সর্বশেষ মৌসুম অনুষ্ঠিত হয়েছিল প্রায় ১৭ মাস আগে। বাংলাদেশের হকি খেলোয়াড়দের উপার্জনের অন্যতম উপায় এই প্রিমিয়ার লীগের দলবদল। কিন্তু বন্যার অজুহাতে গত এপ্রিলে পিছিয়ে যায় বাহফের নির্বাচন। কবে হবে নির্বাচন তা কেউ জানে না। এদিকে দলবদল নিয়ে ক্লাব-ফেডারেশন দ্বন্দ্বে আলোর মুখ দেখছে না দলবদল। হকির সাধারণ সম্পাদক আবদুস সাদেক আগের সপ্তাহে জানিয়েছিলেন এবারের মৌসুমের ঘরোয়া লীগের দিনক্ষণ ঠিক করতে চলতি সপ্তাহেই ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসবেন তারা। কিন্তু এর মধ্যেই হঠাৎ খাজা রহমতউল্লাহর মৃত্যুতে কিছুটা স্থবির হয়ে পড়ে ফেডারেশনের কার্যক্রম। সাদেক জানিয়েছেন সদ্য প্রয়াত খাজা রহমতউল্লাহর নামে স্টেডিয়ামের একটি স্ট্যান্ড করার চিন্তা-ভাবনা করছে ফেডারেশন। এছাড়াও দলবদলের তারিখ ঠিক করতে আগামী মঙ্গলবার ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে ফেডারেশনের।
×