ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় ঢাকা ডায়নামাইটস-সিলেট সিক্সার্স ও রাত ৭টায় রাজশাহী ;###;কিংস ও রংপুর রাইডার্স মুখোমুখি হবে

বিপিএলের পর্দা উঠছে আজ

প্রকাশিত: ০৬:১৮, ৪ নভেম্বর ২০১৭

বিপিএলের পর্দা উঠছে আজ

মিথুন আশরাফ ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) পঞ্চম আসরের পর্দা উঠছে আজ। উদ্বোধনী অনুষ্ঠান নেই। উদ্বোধনী অনুষ্ঠান করতে যে খরচ হতো তা দিয়ে বন্যাদুর্গতদের সাহায্য করা হয়েছে। তাই আজ যে দুপুর ২টায় বিপিএলের প্রথম ম্যাচ মাঠে গড়াবে, সেই ম্যাচ দিয়েই বিপিএলের পর্দা উঠবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচটিতে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে নবাগত দল সিলেট সিক্সার্স লড়াই করবে। একই স্টেডিয়ামে আজ রাত ৭টায় গত আসরের রানার্সআপ রাজশাহী কিংস ও রংপুর রাইডার্সও মুখোমুখি হবে। বিপিএলে এর আগে চারটি আসর হয়েছে। ২০১২ সালে প্রথম বিপিএলে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে ঢাকা গ্ল্যাডিয়েটর্স, পরের আসরেও (২০১৩ সালে) মাশরাফির নেতৃত্বে একই দল চ্যাম্পিয়ন হয়। ২০১৫ সালে তৃতীয় আসরে শিরোপা জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেবারও কুমিল্লার অধিনায়ক ছিলেন মাশরাফিই। টানা তিন আসরে মাশরাফির নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয় দল। গত আসরে তা পরিবর্তন হয়। গত আসরে ঢাকা ডায়নামাইটস চ্যাম্পিয়ন হয়। দেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের নেতৃত্বে ঢাকা ডায়নামাইটস শিরোপা জিতে। শুধু ঢাকাকে নিয়ে হিসেব করলে তিনবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে ঢাকা দলটি। কিন্তু প্রথম দুইবার ঢাকার সঙ্গে ‘গ্ল্যাডিয়েটর্স’ নামটি ছিল। ফ্র্যাঞ্চাইজি ছিল ইউরোপা গ্রুপ। দ্বিতীয় আসরে ম্যাচ গড়াপেটার সঙ্গে ঢাকা গ্ল্যাডিয়েটর্স যুক্ত থাকায় তৃতীয় আসর থেকে এই দলের মালিকপক্ষকে নিষিদ্ধ করা হয়। নতুন ফ্র্যাঞ্চাইজি নেয়া হয়। বর্তমানে ঢাকার সঙ্গে নাম আছে ‘ডায়নামাইটস’। ফ্র্যাঞ্চাইজিও আলাদা। বেক্সিমকো গ্রুপ। তাই বর্তমান দলটি একবারই চ্যাম্পিয়ন হয়েছে ধরতে হবে। কুমিল্লা ২০১৫ সালে প্রথমবার বিপিএলে যুক্ত হয়েই বাজিমাত করেছে। আর্থিক অসঙ্গতি থাকায় এবার বিপিএল থেকে বাদ পড়া দল বরিশাল বুলস দুইবার (২০১২ ও ২০১৫ সাল), দ্বিতীয় আসরের পরই বাদ পড়া আরেকদল চিটাগাং কিংস (২০১৩ সাল) ও রাজশাহী কিংস (২০১৬ সাল) রানার্সআপ হয়েছে। এবার বিপিএলে অংশ নিচ্ছে সাতটি দল। বরিশাল বুলস শুরুতে ছিল। কিন্তু দলটি বাদ পড়েছে। সাত দল নিয়েই তাই আজ থেকে বিপিএলের পঞ্চম আসর শুরু হচ্ছে। ঢাকা ডায়নামাইটস, রাজশাহী কিংস, খুলনা টাইটান্স, চিটাগং ভাইকিংস, রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট সিক্সার্স অংশ নিচ্ছে এবারের আসরে। ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক যথারীতি থাকছেন সাকিব আল হাসানই। রাজশাহী কিংসের অধিনায়কও থাকছেন ড্যারেন সামিই। সামির নেতৃত্বে গত আসরে রাজশাহী রানার্সআপ হওয়ায় তাকেই নেতৃত্বে রাখা হচ্ছে। তবে দলটিতে মুশফিকুর রহীম থাকায় শেষ মুহূর্তে অধিনায়ক পরিবর্তনও হতে পারে। খুলনা টাইটান্সেরও অধিনায়ক থাকছেন গত আসরের মাহমুদুল্লাহ রিয়াদই। চিটাগং ভাইকিংসে এবার নতুন অধিনায়ক। তিনি মিসবাহ উল হক। রংপুর রাইডার্সের নেতৃত্বে থাকবেন এবার মাশরাফি বিন মর্তুজা। যিনি গত আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ছিলেন। এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক হচ্ছেন তামিম ইকবাল। যদি ইনজুরির জন্য শুরুতে তামিম খেলতে না পারেন তাহলে অধিনায়ক থাকবেন ইমরুল কায়েস। সিলেট সিক্সার্সের অধিনায়ক হতে পারেন শ্রীলঙ্কার উপুল থারাঙ্গা। এবার সাত দলে আছেন সাত আইকন ক্রিকেটার। ঢাকা ডায়নামাইটসে সাকিব আল হাসান, রংপুর রাইডার্সে মাশরাফি বিন মর্তুজা, রাজশাহী কিংসে মুশফিকুর রহিম, খুলনা টাইটান্সে মাহমুদুল্লাহ রিয়াদ, সিলেট সিক্সার্সে সাব্বির রহমান রুম্মন, চিটাগং ভাইকিংসে সৌম্য সরকার, কুমিল্লা ভিক্টোরিয়ান্সে তামিম ইকবাল আইকন হিসেবে রয়েছেন। মুস্তাফিজুর রহমানকেও আইকন করা হয়েছিল। বরিশাল বুলসে তাকে রাখা হয়েছিল। কিন্তু ইনজুরির জন্য বিপিএল খেলা অনিশ্চিত থাকা ‘কাটার মাস্টার’ এখন আইকন নন। কারণ বরিশাল বুলস যে এবার আসরে নেই। দলটিকে বাদ দেয়া হয়েছে। তবে ‘প্লেয়ার্স বাই চয়েজে’ সবার আগে মুস্তাফিজের নামটিই ছিল। শুরুতে ক্রিকেটার দলে ভেড়ানোর সুযোগ পেয়ে রাজশাহীও মুস্তাফিজকে দলে ভেড়ায়। কিন্তু মুস্তাফিজ শেষ পর্যন্ত খেলতে পারবেন কিনা তা নিয়ে আছে সংশয়। গত আসরে ইনজুরির জন্য বিপিএল খেলতে পারেননি মুস্তাফিজ। এবারও ইনজুরির জন্য তাকে নাও দেখা যেতে পারে। মুস্তাফিজ না খেললে রাজশাহীর জন্য যেমন ক্ষতি, তেমনি প্রতিপক্ষ দলের জন্য লাভ। মুস্তাফিজ যে টি২০তে এখনও আতঙ্ক। মুস্তাফিজকে নিয়ে এখন ভাবনায় রাজশাহী। ক্রিকেটপ্রেমীরাও মুস্তাফিজের ‘কাটার’ দেখতে হয়তো পারবেন না। কিন্তু এ নিয়ে ভাবনার আগে আজ যে বিপিএল শুরু হচ্ছে তা নিয়েই সবার মাথাব্যথা। তা থাকারই কথা। দেশের একমাত্র টি২০ ফ্র্যাঞ্চাইজি লীগ যে এটি। এ লীগেই তো বিশ্বের সব সেরা তারকা ক্রিকেটারকে একসূত্রে গাঁথা হয়। একসঙ্গে সব তারকা ক্রিকেটারকে দেখার সুযোগও হয় দেশের ক্রিকেটপ্রেমীদের। তাই বিপিএল যে আজ শুরু হচ্ছে, এই শুরু থেকে শেষ পর্যন্ত লীগের প্রতিটি ম্যাচের দিকেই নজর থাকছে সবার।
×