ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টুকরো-খবর

প্রকাশিত: ০৬:১৫, ৪ নভেম্বর ২০১৭

টুকরো-খবর

সংঘর্ষে নিহত ১ নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৩ নবেম্বর ॥ জমিতে সীমানা বেড়া দেয়াকে কেন্দ্র করে শুক্রবার বাহুবলের যাদবপুর গ্রামে চাচা-ভাতিজী পক্ষাবলম্বনকারী দু’দল লোকের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আইন উল্লাহ (৫৫) নামে এক বৃদ্ধ নিহত ও ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত তিন বোন সুমি আক্তার, নাসিমা আক্তার ও আয়েশা আক্তারসহ অন্তত ৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চিকিৎসাধীন অবস্থায় সুমি, নাসিমা ও আয়েশাকে পুলিশের নজরদারিতে রাখা হয়েছে। মামলা হলে তিন জনকেই গ্রেফতার দেখানো হবে। অধ্যক্ষকে হত্যার হুমকি নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৩ নবেম্বর ॥ বাউফল পৌর শহরের ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের অধ্যক্ষ ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগমকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। ডিবি পুলিশ পরিচয়ে নারী কণ্ঠে তাকে বৃহস্পতিবার রাতে এ হুমকি দেয়া হয়। এ ব্যাপারে ওই অধ্যক্ষ শুক্রবার সোয়া ১২টার দিকে বাউফল থানায় একটি জিডি করেছেন। অধ্যক্ষ মমতাজ বেগম জানান, ঘটনার দিন রাত ১০টা ৪৯ মিনিটের সময় ০১৭২৩২০০৬৪৫ নম্বর থেকে তার মোবাইলে ডিবি পুলিশ পরিচয় দিয়ে নারী কণ্ঠে বলেন, ‘তুমি উন্মুক্ত পরীক্ষার কেন্দ্রে কড়াকড়ি দিচ্ছো, সামনের পরীক্ষাগুলো কড়াকড়ি করলে তোমাকে তুলে নিয়ে হত্যা করা হবে।’ এ সময় অধ্যক্ষ তার নাম জানতে চাইলে ফোন লাইন কেটে দেয়া হয়। এরপর অধ্যক্ষ মমতাজ বেগমের স্বামী দলিল উদ্দিন ওই নম্বরে কল ব্যাক করলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। দুই পরিবারের ওপর সন্ত্রাসী হামলা নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ৩ নবেম্বর ॥ দুই পরিবারের ওপর সন্ত্রাসী হামলা, ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ভূক্তভোগী ওই দুই পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ৮নং ইউনিয়নের পোটকাখালী গ্রামে এ হামলার ঘটনাটি ঘটে। সন্ত্রাসীদের হামলায় আহত পোটকাখালী গ্রামের বাসিন্দা মৃত দেলোয়ার হোসেনের স্ত্রী ফিরোজা বেগম অভিযোগ করে বলেন, ঘটনার দিন বিকেলে আমি ও আমার পুত্রবধূ জেসমিন ঘরে ছিলাম। হঠাৎ করে আরিফ, মিঠু, হালিমা, ইব্রাহিম, খাইরুল, সাগর, মন্টু, মোকলেছ, হেমায়েত, মোশারফ, সেফালী ও রাশিদা এক সঙ্গে এসে আমাদের ঘরবাড়ি কুপিয়ে ঘরের মধ্যে ঢুকে আসবাবপত্র ভাংচুর শুরু করে। আমি ও আমার পুত্রবধূ তাদের বাধা দিতে এলে আমাদেরও বেধড়ক মারধর করে আহত করে। তাছাড়া মারধরের পর ঘর থেকে যাওয়ার সময় আমাদের প্রয়োজনীয় কাগজপত্র, প্রায় দেড় লাখ টাকা ও স্বর্নালঙ্কার লুট করে নিয়ে যায় তারা। তিনি আরও বলেন, জমি-জমার পূর্ব শত্রুতার জেরে পার্শ্ববর্তী প্রতিবেশী আসাদুজ্জামান শানুর ছেলে আরিফের নেতৃত্বে আমাদের ওপরে হামলা করা হয়েছে। বাল্যবিবাহ থেকে রক্ষা পেল কিশোরী নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৩ নবেম্বর ॥ বাউফলে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছেন ১৬ বছরের এক কিশোরী। এ ঘটনায় কাজীসহ বর ও কনের দুই আত্মীয়কে আটক করা হয়েছে। ইউএনও জানান, পৌর শহরের ২নং ওয়ার্ডের একটি মসজিদে শুক্রবার বিকেলে কেশবপুর ইউনিয়নের ভড়িপাশা গ্রামের জয়নাল আলীর ছেলে সফিকুল ইসলামের (৩২) সঙ্গে নাজিরপুর গ্রামের জাহাঙ্গীর মৃধার কিশোরী মেয়ের বাল্য বিয়ে হচ্ছিল। এ খবর পেয়ে উপজেলা নির্বাহী আফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া ও পুলিশ ওই মসজিদে গিয়ে উপস্থিত হয়ে চন্দ্রপাড়া ঢালী আছিয়া খাতুুন দাখিল মাদ্রাসার অধ্যক্ষ ও কাজী আবদুল হালিম, বর ও কনের আত্মীয় উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সহকারী জাহিদুল ইসলাম ও অবসরপ্রাপ্ত কনোনগো ইউনুস খানকে আটক করেন। এ সময় বর ও বরের বাবাসহ ও কনের বাবা কয়েক ঘনিষ্ঠ আত্মীয়স্বজন পালিয়ে যান। সোনারগাঁয়ে লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার হাড়িয়া এলাকা থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ। শুক্রবার বেলা ১১টায় হাড়িয়া এলাকায় মেঘনা নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হসপাতালের মর্গে পাঠিয়েছে। সোনারগাঁ থানার ওসি (তদন্ত) জানান, উপজেলার বৈদ্যেরবাজার হাড়িয়া এলাকার আমান ইকোনোমি জোনের পাশে মেঘনা নদীর তীরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ছাদ ধসে বৃদ্ধার মৃত্যু স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ জরাজীর্ণ ভবনের ছাদের একাংশ ধসে পড়ে সাহিদা বেগম নামের (৭০) এক বৃদ্ধা মারা গেছেন। শুক্রবার ভোরে মহানগরীর চাঁনমারী মতিয়াখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নগরীর মতিয়াখালী এলাকায় জরাজীর্ণ দোতলা একটি ভবনের নিচ তলায় ভাড়া থাকতেন সাহিদা বেগম। শুক্রবার ভোরে তিনি ঘুমিয়ে থাকা অবস্থায় ছাদের কিছু অংশ ভেঙ্গে তার বুকের উপর পড়ে। খুলনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রায়পুরে রিক্সা বিতরণ নিজস্ব সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর, ৩ নবেম্বর ॥ রায়পুরে ১৮ অসহায় কর্মহীন শ্রমিকের মাঝে রিক্সা বিতরণ করেছেন তাহের আহম্মদ নামে এক সমাজসেবী। শুক্রবার পৌর শহরের নতুন বাজার জামে মসজিদ প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ রিক্সা বিতরণ করা হয়।
×