ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত ১

প্রকাশিত: ০৬:১২, ৪ নভেম্বর ২০১৭

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত ১

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ শিবগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ডের মর্দানা গ্রামে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে তাইফুর রহমান (৩৫) নামে একজন নিহত হয়েছে। সে মর্দানা গ্রামের ফজলু আলীর ছেলে। এলাকাবাসী জানায়, শুক্রবার দুপুর ২টার দিকে তাইফুর রহমান তার বাড়ির নিজ ঘরে হাতবোমা তৈরি করছিল। একপর্যায়ে বোমাটি বিস্ফোরিত হলে তার ডান হাত উড়ে যায় এবং মুখম-ল ঝলসে যায়। বাড়ির সদস্যরা আহত অবস্থায় উদ্ধার করে আত্মগোপনে নিয়ে গিয়ে তার চিকিৎসা দেয়। পরে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে তার পরিবার নিশ্চিত করেছে। যশোর ৬০ বোমা উদ্ধার স্টাফ রিপোর্টার যশোর অফিস থেকে জানান, শহরের খড়কী এলাকা থেকে ৬০টি বোমা উদ্ধার করেছে পুলিশ। প্রতিপক্ষ সন্ত্রাসীদের মোকাবেলা করতে এগুলো জড়ো করা হয়েছিল বলে স্থানীয়দের ধারণা। বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে পুলিশ বোমাগুলো উদ্ধার করে। এ ঘটনায় শুক্রবার ডিবি পুলিশ কোতোয়ালি থানায় মামলা করেছে। এ মামলায় অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামি করা হয়েছে। সরজমিনে দেখা যায়, যে বাড়িটির মধ্যে থেকে বোমাগুলো উদ্ধার করা হয়, সেটি তিন তলা। অবস্থান খড়কীর শাহ আব্দুল করিম রোডের বাইলেনে। বাড়িটির মালিক মাহবুবুর রহমান মাস্টার। মাহবুবুর মাস্টার বলেন, ‘আমার বাড়ির নিচতলায় ছাত্রী মেস। সেখানে অবস্থানরত ছাত্রীরা বৃহস্পতিবার রাত আটটার দিকে দেখতে পায়, কয়েক যুবক বাড়ির মধ্যে ব্যাগ হাতে ঢুকে পড়েছে। ব্যাগের মধ্যে বোমা আছে বলেই ছাত্রীদের কাছে মনে হয়। তারা আমাকে ফোনে বিষয়টি জানায়। আমি পুলিশকে অবহিত করি।
×