ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহীতে নারীকে ট্রেনের নিচে ফেলে হত্যার অভিযোগ

প্রকাশিত: ০৬:১২, ৪ নভেম্বর ২০১৭

রাজশাহীতে নারীকে ট্রেনের নিচে ফেলে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীর দাশপুকুর এলাকায় মাবিয়া খাতুন (৫৫) নামে এক নারীকে ট্রেনের নিচে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সন্ধ্যার পরে ওই ঘটনা নিয়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনাও ঘটেছে। নিহত মাবিয়া খাতুন ওই এলাকার ভিকুর স্ত্রী। মাবিয়া খাতুনের স্বাজনরা অভিযোগ করেছেন, এলাকায় মাদক বিক্রির প্রতিবাদ করায় মাবিয়াকে ট্রেনের নিচে ফেলে হত্যা করা হয়েছে। রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান জানান, দাশপুকুর এলাকা থেকে এক মাদক বিক্রেতাকে আটক করে পুলিশ। তবে ওই মাদক বিক্রেতাকে আটক করতে মাবিয়া খাতুন পুলিশকে তথ্য দিয়েছিল বলে ধারণা করে ক্ষিপ্ত হয় প্রতিপক্ষের লোকজন। এরপর বিকেলে মাবিয়ার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয় দাশপুকুর রেললাইন ঘেঁষা এলাকার জরিনা, নাজমা, ঝর্না ও রহিমা বেগম নামের তিন নারী। এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি ট্রেন রাজশাহী স্টেশনের দিকে আসছিল। বিকেল সোয়া তিনটার দিকে ওই ট্রেনের নিচে পড়ে মারা যান মাবিয়া। তবে পুলিশ জানায়, মাবিয়াকে ট্রেনের নিচে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে, নাকি ট্রেন আসার বিষয়টি তিনি খেয়াল না করে লাইনের ওপর দাঁড়িয়ে ছিলেন, সেটি এখনও পরিষ্কার নয়। তবে ঘটনার পর প্রতিপক্ষ গ্রুপের ওই চার নারী পলাতক রয়েছে।
×