ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জনজীবনের সঙ্কট নিরসন করতে হবে ॥ মেনন

প্রকাশিত: ০৬:১১, ৪ নভেম্বর ২০১৭

জনজীবনের সঙ্কট নিরসন করতে হবে ॥ মেনন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ ওয়ার্কার্স পার্টির সভাপতি, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, শুধু উন্নয়ন করলেই হবে না, উন্নয়নের পাশাপাশি জনজীবনের সঙ্কটেরও সমাধান করতে হবে। সম্প্রতি দ্রব্যমূল্যের উর্ধগতিতে মানুষ এক অস্থিরতার মধ্যে রয়েছে। এ নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তিনি বলেন, আগামী একটি বছর এ সরকারের জন্য গুরুত্বপূর্ণ। জনজীবনের সঙ্কট নিরসন করতে না পারলে মুক্তিযুদ্ধ বিরোধী ও সাম্প্রদায়িক চক্র আরও মাথাচাড়া দিয়ে উঠবে। তিনি শুক্রবার বিকেলে খুলনার খালিশপুর পিপলস চত্বরে শ্রমিক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মরহুম শ্রমিক নেতা ও ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য হাফিজুর রহমান স্মরণে জেলা ওয়ার্কার্স পার্টি এ জনসভার আয়োজন করে। পার্টির খুলনা জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শেখ সহিদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিনা মিজানুর রহমানের পরিচালনায় জনসভায় শুভেচ্ছা বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বেগম মন্নুজান সুফিয়ান এমপি। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য প্রফেসর ড.সুশান্ত দাস, নূর আহমেদ বকুল, কেন্দ্রীয় সদস্য দীপংকর সাহা দিপু।
×