ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জেলহত্যা দিবস পালন

রাজশাহীতে চার জাতীয় নেতাকে স্মরণ

প্রকাশিত: ০৬:১০, ৪ নভেম্বর ২০১৭

রাজশাহীতে চার জাতীয় নেতাকে স্মরণ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে শহীদ চার নেতাকে স্মরণ করা হয়েছে। শহীদ এএইচএম কামরুজ্জামানের পরিবারের সদস্য ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে জাতীয় চার নেতাকে শ্রদ্ধা জানানো হয়। এ সময় জাতীয় চার নেতার পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করে দেশকে কলঙ্কমুক্ত করার দাবি জানান তারা। জেলহত্যা দিবস উপলক্ষে শুক্রবার সকালে রাজশাহী নগরের কাদিরগঞ্জ শহীদ এএইচএম কামরুজ্জামানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরিবারের সদস্যসহ কামরুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এরপর নেতাকর্মীরা নগরীর কুমারপাড়ায় স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে শোক র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে জেলা ও মহানগর আওয়ামী লীগ এক স্মরণসভার আয়োজন করে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী মহানগরের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। আরও বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ। সিরাজগঞ্জ স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ থেকে জানান, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর জন্মভূমি সিরাজগঞ্জে শোকাবহ পরিবেশে জেলহত্যা দিবস পালিত হয়েছে। জেলা আওয়ামী লীগ সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে। বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সকালে প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট ভবন হতে আওয়ামা লীগসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের অংশগ্রহণে একটি বিশাল র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে মুক্তির সোপানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ আলোচনা সভায় জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে বক্তব্য রাখেন শহীদ এম মনসুর আলীর ভাতিজা ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু জাফর, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু নূর মোহাম্মাদ শামছুজ্জামান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা প্রমুখ। নিজস্ব সংবাদদাতা শাহজাদপুর থেকে জানান, জাতীয় পতাকা উত্তোলন, কালোব্যাচ ধারণ ও শোক র‌্যালির মাধ্যমে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আজাদ রহমান, পৌর মেয়র (দায়িত্বপ্রাপ্ত) নাসির উদ্দিন, বঙ্গবন্ধু ও চার নেতা পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক চন্দন সরকার, প্রচার সম্পাদক তৈয়ব আলী শেখ প্রমুখ।
×