ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

আশুলিয়ায় নিহত দুই

প্রকাশিত: ০৬:১০, ৪ নভেম্বর ২০১৭

আশুলিয়ায় নিহত দুই

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৩ নবেম্বর ॥ পৃথক সড়ক দুর্ঘটনায় আশুলিয়ায় দুজন নিহত ও আহত হয়েছে অন্তত তিনজন। শুক্রবার সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের আশুলিয়া থানার ‘মরাগাং’ ও জামগড়ার ‘ছয়তলা’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, এদিন সকালে সড়কের ‘মরাগাং’ এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত এক যুবক (৩০) নিহত হয়। এ সময় আহত হয় আরও অন্তত তিনজন। অপরদিকে, সড়কের ‘ছয়তলা’ এলাকায় ট্রাকচাপায় অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহী (৩৪) নিহত হয়। খবর পেয়ে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ঢামেক হাসপাতাল মর্গে প্রেরণ করে। নওগাঁয় কিশোর নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, শুক্রবার দুপুরে মান্দায় বাঁশবোঝাই ভটভটি ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই জনি (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। নিহত জনি রাজশাহীর মোহনপুর উপজেলার খয়রা গ্রামের কোরবান আলীর ছেলে। নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌদ্দমাইলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ভটভটির চালক, ট্রাকের চালক ও তার সহযোগীসহ ছয়জন আহত হয়েছে। এদের মধ্যে দুজনের নাম ও পরিচয় পাওয়া গেছে। এরা হলো নওগাঁ সদর উপজেলার আলেদাদপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে ইমদাদুল হক (৩২) ও দক্ষিণ আন্দারকোটা গ্রামের আফজাল হোসেনের ছেলে উজ্জল হোসেন (৩৫)। তারা তেঁতুলিয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিৎসাধীন। মির্জাপুরে পথচারী নিজস্ব সংবাদদাতা মির্জাপুর থেকে জানান, মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত ও এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। শুক্রবার সকালে মির্জাপুর বাইপাস ও চরপাড়া এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ৯টায় মোহাম্মদ আলী মৃধা (৫০) নামে এক পথচারী মির্জাপুর বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান। মোহাম্মদ আলী এ উপজেলার গোড়াইল গ্রামের এরফান আলী মৃধার ছেলে বলে জানা গেছে। অন্যদিকে শুক্রবার সকাল ৮টার দিকে মির্জাপুর পৌরসভার চরপাড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি ট্রাক মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে বাবুল মিয়া (৩৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। বাবুলকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার গাবগাছি গ্রামের আব্দুল জব্বারের ছেলে বলে জানা গেছে। আমতলীতে চালক নিজস্ব সংবাদদাতা আমতলী, বরগুনা থেকে জানান, আমতলী-পটুয়াখালী মহাসড়কের আমড়াগাছিয়ায় বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক রফিক চৌকিদার (৩৫) নিহত হয়েছে। জানা গেছে, উপজেলার বাইনবুনিয়া গ্রামের রফিক চৌকিদার বৃহস্পতিবার রাত আটটার দিকে মোটরসাইকেলে যাত্রী নিয়ে আমতলী যাচ্ছিল। পথে আমড়াগাছিয়া খানকার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে চালক রফিক চৌকিদার ও যাত্রী আল আমিন গুরুতর আহত হয়। আহতদের দ্রুত আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক চালক রফিক চৌকিদারকে মৃত ঘোষণা করেন। অপর আহত আল আমিনকে হাসপাতালে করা ভর্তি করা হয়।
×