ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টুকরো-খবর

প্রকাশিত: ০৬:০৮, ৪ নভেম্বর ২০১৭

টুকরো-খবর

তিন ভাইকে কুপিয়ে জখম নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৩ নবেম্বর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন তিন ভাইকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুর ১টায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের তালাশপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত ইয়ানুছ জানান, একই এলাকার জামানের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে জামানের বাড়ির সামনের রাস্তা দিয়ে যাওয়ার পথে ইয়ানুছকে গালিগালাজ শুরু করে। একপর্যায়ে প্রতিপক্ষ জামান, মহিবুর, সিরাজ, মনির, মুন্না, আমিনসহ অজ্ঞাত ২-৩ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ইয়ানুছকে একা পেয়ে দা নিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। চিৎকার শুনে বড় ভাই ইয়াছিন ও মেজো ভাই ইস্রাফিল বাঁচাতে এগিয়ে এলে প্রতিপক্ষের লোকজন তাদেরও কুপিয়ে জখম করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। অপহৃত কলেজছাত্রী উদ্ধার নিজস্ব সংবাদদাতা, সাভার, ৩ নবেম্বর ॥ আশুলিয়ায় প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে এক কলেজছাত্রীকে অপহরণের চারদিন পরে বৃহস্পতিবার রাতে তাকে রাজধানীর সদরঘাট থেকে পুলিশ উদ্ধার করে। জানা গেছে, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সোমবার বিকেলে আশুলিয়া থানাধীন আউকপাড়া থেকে প্রকাশ্যে সাভার বিশ^বিদ্যালয় কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী আশা আক্তারকে (১৮) অপহরণ করে নিয়ে যায় কুমকুমারী এলাকার আতাউর রহমানের বখাটে ছেলে লেমন মিয়া। এ ঘটনায় থানায় ৬জনকে আসামি করে অপহৃতার পিতা একটি মামলা দায়ের করলে পুলিশ ওই কলেজ ছাত্রীকে উদ্ধারে বিভিন্নস্থানে অভিযান চালায়। পরে বৃহস্পতিবার রাতে রাজধানীর সদরঘাট এলাকার একটি হোটেলের সামনে থেকে পুলিশ তাকে উদ্ধার করে। তবে, এ সময় লেমনকে আটক করতে পারেনি পুলিশ। স্বর্ণের বারসহ আটক দুই স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে চার পিস স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। শুক্রবার সকালে সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষিদাড়ি সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়। আটক স্বর্ণ চোরাকারবারিরা হলো সদর উপজেলার লক্ষিদাড়ি গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী রোকেয়া খাতুন ও লক্ষ্মীপুর জেলার রামগড় উপজেলার বলরা গ্রামের জাকির হোসেনের ছেলে আব্দুল মান্নান । আওয়ামী লীগ নেতা বহিষ্কার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কর্মকা-ের অভিযোগে মহানগরের ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদাকে সাংগঠনিক পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। মহানগর আওয়ামী লীগের জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে সাময়িক বহিষ্কারের এ আদেশ দেয়া হয়। বৃহস্পতিবার রাতে মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক হুমায়ুন কবিরের প্রেরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে বুধবার নগরীর সাগরদী বাজারে ব্যবসায়ীর ওপর হামলা এবং ভাংচুরের অভিযোগ ওঠে নাজমুল হুদার বিরুদ্ধে। ওই সময় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বরিশাল-ঢাকা মহাসড়কে বিক্ষোভ করে। ফেনসিডিলসহ আটক তিন স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শুক্রবার ভোরে সিটিগেট এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব ফেনসিডিলসহ একটি প্রাইভেট কার জব্দ করেছে। জব্দের পর পলায়নকালে গ্রেফতার করেছে ৩ মাদক বিক্রেতাকে। গ্রেফতারকৃতরা হলেন- আকবর হোসেন রতন, কাওসার ও নুরুল আমিন। র‌্যাব সূত্রে জানানো হয়, কুমিল্লা থেকে ফেনসিডিলের একটি চালান নিয়ে এই তিন জন চট্টগ্রামে আসছিল। গোপন সূত্রে খবরের ভিত্তিতে সিটিগেট এলাকায় ফেনসিডিলবাহী ট্রাককে সঙ্কেত দিয়ে থামানো হয়। পরে চালানো হয় তল্লাশি। তল্লাশিতে বেরিয়ে আসে প্রায় ৪শ’ বোতল ফেনসিডিল। অস্ত্র ও ইয়াবাসহ আটক ৩ নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ৩ নবেম্বর ॥ থানা পুলিশ কালীপুর ও গ-ামারা ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে অস্ত্র ও ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে। এ ঘটনায় থানা পুলিশের পক্ষ হতে শুক্রবার বিকেলে আটক অস্ত্র ও ইয়াবা উদ্ধারের বিষয়ে প্রেস করা হয়েছে। আটককৃতরা হলো কোকদ-ী গ্রামের মৃত আবদুস সবুরের পুত্র নুরুল ইসলাম প্রকাশ কালু, ইয়াবাসহ আটক চাম্বল আফিয়া পাড়া গ্রামের মৃত আহমদ খলিলের পুত্র নুরুল আমিন ও জলদী পৌরসদরের আবদুল গনির পুত্র আকবর আহমদ। এ সময় তাদের কাছ থেকে ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। গাছ চাপা পড়ে শ্রমিকের মৃত্যু স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ জৈন্তাপুরে গাছ চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টায় উপজেলার দরবস্ত ফান্দু গ্রামে শ্রমিকরা গাছ কাটার সময় হঠাৎ করে গোড়ালি উপড়ে গাছটি মাটিতে পড়ে শ্রমিক আব্দুল হান্নান গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম, ৩ নবেম্বর ॥ ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টায় উপজেলার বারো আউলিয়া গামারি তল রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী ট্রেন সকালে বারো আউলিয়া গামারিতল আবুল খায়ের স্টিল মিল এলাকা অতিক্রমকালে অজ্ঞাত যুবকটি ট্রেনের নিচে কাটা পড়ে। এতে তার শরীর কয়েক টুকরো হয়ে রেললাইনের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। দুর্ঘটনার ঘণ্টাখানেক পর জিআরপি ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
×