ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ডিএমডি রোগে আক্রান্ত শিপনের মৃত্যু

প্রকাশিত: ০৬:০৬, ৪ নভেম্বর ২০১৭

ডিএমডি রোগে আক্রান্ত শিপনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৩ নবেম্বর ॥ মরণব্যাধি ডিএমডি রোগে আক্রান্ত আমতলীর দুই সহোদর শিপন (১৫) ও সোলায়মানের (৮) মধ্যে শিপন বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে মারা গেছে। ডিএমডি রোগে আক্রান্ত এ দুই সহোদরকে নিয়ে গত ২ ফেব্রুয়ারি দৈনিক জনকণ্ঠে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন নজরে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে তাদের চিকিৎসা দেয়া হয়। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ওই হাসপাতালে দুই সহোদরকে দেখতে এসে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন। আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের কালীবাড়ী গ্রামের ফকু তালুকদারের চার পুত্র স্বপন, রিপন, শিপন ও সোলায়মান। স্বপনের আট বছর বয়সে শরীরের পরিবর্তন দেখা দেয়। তার দুই পায়ের হাঁটু মোটা হয়ে আস্তে আস্তে হাত-পা শুকিয়ে রগ খিঁচুনি দিয়ে পঙ্গুত্ববরণ করে। পঙ্গুত্ব অবস্থায় নয় বছর বিছানায় থাকার পর ২০০৮ সালে সে মারা যায়। এর পর ছোট ভাই রিপন ও শিপনের আট বছর হওয়ার সঙ্গে সঙ্গে একই লক্ষণ দেখা দেয়। সন্তানদের বাঁচানোর জন্য বহু চিকিৎসক ও ওঝার কাছে ধর্ণা দিয়েছেন বাবা ফকু তালুকদার কিন্তু কোন কাজে আসেনি। আট বছর ধরে বিছানায় পড়ে থাকে রিপন ও শিপন। গত বছরের নবেম্বরে একই অবস্থায় রিপন মারা যায়। শিপন নয় বছর বিছানায় পড়ে থাকে। মারা যায় শেষ ও ছোট সন্তান সোলায়মান তৃতীয় শ্রেণীর ছাত্র। তারও শারীরিক অবস্থার পরিবর্তন লক্ষ্য করা গেছে। তার পায়ের হাঁটু মোটা হয়ে যাচ্ছে। একেক করে এ দুরারোগ্য ডিএমডি রোগে তিন ছেলের মৃত্যুতে বাবা-মা দিশাহারা।
×