ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুন্দরবনে জীববৈচিত্র্য রক্ষায় ব্যতিক্রমধর্মী প্রচারাভিযান

প্রকাশিত: ০৬:০৫, ৪ নভেম্বর ২০১৭

সুন্দরবনে জীববৈচিত্র্য রক্ষায় ব্যতিক্রমধর্মী প্রচারাভিযান

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা / বাগেরহাট ॥ সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় দুবলার চরের ঐতিহ্যবাহী রাস উৎসবে ব্যতিক্রমী প্রচারাভিযান চালানো হচ্ছে। শুক্রবার সকাল থেকে চরে ‘সুন্দরবন উপকূলীয় প্রাণ বৈচিত্র্য সুরক্ষায় নবীন-প্রবীণ সংহতি’ শীর্ষক এ প্রচারাভিযান চালাচ্ছে শ্যামনগর সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম, সাতক্ষীরা শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম, গবেষণা প্রতিষ্ঠান বারসিক, শ্যামনগর জনসংগঠন সমন্বয় কেন্দ্র, সামাজিক বন বিভাগ, কৃষি বিভাগ, স্থানীয় সরকারসহ ২২টি সংগঠন। এ সময় ‘সুন্দরবনে বর্জ্য না ফেলি, সুন্দরবনের পরিবেশ ভাল রাখি,’ ‘সুন্দরবন আমাদের বাঁচিয়ে রাখে’, ‘সুন্দরবনে লাউডস্পীকার না বাজাই’সহ নানা স্লোগান সংবলিত লিফলেট বিতরণ করেন সংগঠনের সদস্যরা। এ প্রচারাভিযান সম্পর্কে সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের সভাপতি মারুফ হোসেন মিলন জানান, সিডর, আইলাসহ নানা প্রাকৃতিক দুর্যোগের সময় সুন্দরবন মায়ের মতো সুরক্ষা দেয়। কিন্তু সেই সুন্দরবন কতিপয় মানুষের অসচেতনতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। যা মারত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। তাই প্রচারাভিযান। সাতক্ষীরা শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান ও প্রচার সম্পাদক নুরুল হুদা বলেন, রাস উৎসব গোটা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের প্রাণের উৎসব। এ সময় দুবলার চরে হাজার হাজার মানুষ আসেন। জেনে না জেনে অনেকে উপকূলীয় প্রাণ বৈচিত্র্যের ক্ষতি করেন।
×