ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে তুচ্ছ ঘটনায় হামলা ॥ আহত চার

প্রকাশিত: ০৬:০৪, ৪ নভেম্বর ২০১৭

নীলফামারীতে তুচ্ছ ঘটনায় হামলা ॥ আহত চার

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ছাগল খোঁয়াড়ে দেয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে কিশোরীগঞ্জ উপজেলার উত্তর চাঁদখানা কানার বাজার গ্রামে। আহতদের কিশোরীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলো ধান ক্ষেতের মালিক বেলাল হোসেন, বড় ছেলে আইনুল ইসলাম, ছোট ছেলে উজ্জল হোসেন ও স্ত্রী মুক্তা বেগম। এলাকাবাসী জানায়, ঘটনার দিন বিকেলে গ্রামের বেলাল হোসেনের ধান ক্ষেতে তার প্রতিবেশী মজিদুল হোসেনের একটি ছাগল ঢুকে ধান নষ্ট করে। ছাগলটিকে ধরে খোঁয়াড়ে দেয় বেলাল। রাত ৯টার দিকে কানার বাজারে একটি চায়ের দোকানে বসে বেলাল চা খাচ্ছিল। সেই সময় খোয়াড় হতে ছাগল তুলে ছাগলের মালিক মজিদুল হোসেন, তার বড় ভাই মোসাদ্দেক হোসেন ও তাদের সাঙ্গোপাঙ্গরা এসে চায়ের দোকানে থাকা বেলালকে মারধর করতে থাকে। খবর পেয়ে বেলালের পরিবার তাকে বাঁচাতে এলে তাদের ওপর হামলা করা হয়। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে কিশোরীগঞ্জ হাসপাতালে ভর্তি করে।
×